কৃষ্ণের ভজন গেয়ে জন্মাষ্টমী মাতালো ছোট্ট বনি
RBN Web Desk: শিশুরা ঈশ্বরের রূপ। আবার তা যদি হয় ছোট্ট গোপাল তাহলে তো কথাই নেই। জন্মাষ্টমী উপলক্ষে ছোট-ছোট মুখগুলো সেজে ওঠে কৃষ্ণ এবং যশোদার সাজে। কিন্তু বনি পাঞ্চজন্য চক্রবর্তী শুধু কৃষ্ণ সেজেই নয়, কৃষ্ণের ভজন গেয়ে মাতিয়ে দিল এবছরের জন্মাষ্টমী। ছোট্ট কৃষ্ণের সাজে, ভগবান শ্রীকৃষ্ণের সেই বিখ্যাত ভজনটি ‘অচ্যুতম্ কেশবম কৃষ্ণ দামোদরম্’ গানটি শ্রোতাদের উপহার দিল ছোট্ট বনি।
১১ আগস্ট প্রকাশিত হলো এই গানের ভিডিও। কলকাতার বহু গুণী শিল্পী যুক্ত ছিলেন এই কাজে। গানটির সঙ্গীতায়োজন করেছেন সন্দীপ কর। মিউজ়িক প্রোগ্রামিং করেছেন শান্তনু চক্রবর্তী। বাঁশিতে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। গানটির দৃশ্যায়নে চমক রেখেছেন সিদ্ধার্থ দে এবং অর্জুন নস্কর।
আরও পড়ুন: টেলিভিশনে এবার নীহাররঞ্জনের কিরীটি
‘অচ্যুতম্ কেশবম কৃষ্ণ দামোদরম্’-এ মীরার চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা প্রামাণিক। শবরী এবং কৃষ্ণের মা যশোদার চরিত্রে অভিনয় করেছেন বর্ণালী ভট্টাচার্য এবং অন্বেষা ভট্টাচার্য। সখীদের চরিত্রে ছোট্ট-ছোট্ট ক্ষুদে শিল্পীরা ছিল সৌমালি তিতলি এবং রিংকি।