বেসুরো দিতিপ্রিয়া, বিদ্রুপের শিকার কলঙ্কিনী রাধা
RBN Web Desk: মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় গুণে দর্শক মনে জায়গা করে নিয়েছেন দিতিপ্রিয়া রায়। করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন এই কিশোরী। ধারাবাহিকটির টিআরপি-ও বাড়ছে লাফিয়ে। তবে একই সাথে সোশাল মিডিয়ায় নানা ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছেন দিতিপ্রিয়া যা শালীনতার মাত্রাও ছাড়িয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে। যাইহোক, কোনও বিদ্রুপই এই অভিনেত্রীয় জনপ্রিয়তার পথে কাঁটা হয়ে দাঁড়ায়নি।
এবার মঞ্চে বেসুরো গান গাওয়ার ফলে ফের বিদ্রুপ ধেয়ে এল তাঁর দিকে। আজই সোশাল মিডিয়ায় এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।
ফের অসুস্থ, এবার নিজেই সাহায্যের আবেদন করলেন বাংলার হেলেন
ভিডিয়োতে দেখা যা্চ্ছে দিতিপ্রিয়া গাইছেন জনপ্রিয় লোকসঙ্গীত ‘কলঙ্কিনী রাধা’ গানটি। কিন্তু তার তাল-ছন্দ বলতে কিছুই নেই। যন্ত্রসঙ্গীত যে তালে বাজছে, দিতিপ্রিয়া গাইছেন সম্পূর্ণ উল্টো সুরে। অভিনেত্রী হিসেবে যতই নাম হোক না কেন, দিতিপ্রিয়ার গলায় যে সুর নেই, তা এই গান থেকেই স্পষ্ট।
বলছি এয়েচো এটা কি গেয়েচো 😢😢😢
Gepostet von Sohini Banerjee am Mittwoch, 26. Dezember 2018
এই বেসুরো গান শোনার পর সোশাল মিডিয়াও ছেড়ে কথা বলেনি। চোখা-চোখা বাক্যবাণ ধেয়ে এসেছে দিতিপ্রিয়ার দিকে।