রাজনীতিবিদের চরিত্রে পাওলি দাম

RBN Web Desk: এবার এক রাজনীতিবিদের চরিত্রে আসছেন পাওলি দাম (Paoli Dam)। ‘জুলি’ (Julie) নামের ওয়েব সিরিজ়ে একেবারে অন্য ধরনের এই চরিত্রে তাঁকে দেখা যাবে। অরিত্র সেনের (Aritra Sen) পরিচালনায় শেষ হয়েছে সিরিজ়ের শুটিং। পাওলি ছাড়াও সিরিজ়ে অভিনয় করেছেন কৌশিক সেন (Kaushik Sen), গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), শ্রুতি দাস (Shruti Das) ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoy Prasad Chatterjee)

পাওলি অভিনীত চরিত্রটি প্রথম জীবনে এক বারবণিতা এবং পরবর্তী পর্যায়ে ক্ষমতার শিখরে থাকা একজন রাজনীতিবিদ হয়ে ওঠে। সমাজের সবথেকে অবহেলিত কানাগলি থেকে ক্ষমতা সঞ্চয় করে একদিন রাজপথের জনপ্রিয় মুখ হিসেবে উঠে আসে জুলি ওরফে পাওলি। কিন্তু জুলির এই যাত্রাপথ কি মসৃন হবে?

সিরিজ়ে এক অভিজ্ঞ রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে কৌশিককে। সিবিআই আধিকারিকের ভূমিকায় দেখা যাবে গৌরবকে। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শ্রুতি ও সুজয়। 

আরও পড়ুন: আবারও মহাদেবের চরিত্রে অক্ষয় কুমার

এর আগে অরিত্র পাওলিকে নিয়ে ‘কালী’ সিরিজ়টি পরিচালনা করেছিলেন। নতুন সিরিজ় প্রসঙ্গে তিনি জানালেন, “এই চরিত্রটার জন্য প্রথম থেকেই পাওলির কথা মাথায় ছিল। চরিত্রটার একটা অতীত আছে। রাজনীতির দুনিয়ায় জনপ্রিয়তা লাভের পরেও সেই অতীতের কারণে তার জীবনে তাকে নানান বাধার সম্মুখীন হতে হয়।”

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজ়ে অভিনেতাদের লুক।

কিছুদিনের মধ্যেই আড্ডাটাইমসে মুক্তি পাবে ‘জুলি’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *