সরে দাঁড়ালেন সাহানা ও স্বর্ণেন্দু, সঙ্কটে ‘প্রথমা কাদম্বিনী’
RBN Web Desk: ‘প্রথমা কাদম্বিনী’ থেকে সরে দাঁড়ালেন এই ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। শুরু থেকেই দর্শকদের ভালো লাগার তালিকায় জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। কাদম্বিনীর চরিত্রে অভিনয় করছেন সোলাঙ্কি রায়। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন হানি বাফনা ও বিদীপ্তা চক্রবর্তী।
কিন্তু এই জনপ্রিয়তার মধ্যে হঠাৎ ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন নিলেন পরিচালক?
সংবাদমাধ্যমকে স্বর্ণেন্দু জানিয়েছেন যে তিনি একা নন, তাঁর সঙ্গে এই ধারাবাহিকটি থেকে সরে যাচ্ছেন চিত্রনাট্যকার সাহানা দত্ত। প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যার কারণেই এই ধারাবাহিক থেকে বেরিয়ে এসেছেন সাহানা। এই নিয়ে দু’বার একই প্রযোজনা সংস্থা ছাড়লেন তিনি। তবে স্বর্ণেন্দুর সঙ্গে প্রযোজনা সংস্থার কোনও মতানৈক্য হয়নি বলেই দাবি করেছেন পরিচালক নিজে।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও শুরু হয়েছে সমস্ত ধারাবাহিকের শুটিং। আবার লকডাউনের কারণেই মাঝপথে বন্ধ হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রচার। এরই মধ্যে ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে অন্য একটি চ্যানেলের সঙ্গে ঠান্ডা লড়াই চলছিল ‘প্রথমা কাদম্বিনী’র। এরকম বেশ কিছু কারণে সাহানার সঙ্গে প্রযোজনা সংস্থার দীর্ঘদিনের বাদানুবাদ। সেই সম্যার কোনও মীমাংসা না হওয়ায় শেষ পর্যন্ত সেই প্রযোজনা সংস্থা থেকে বেরিয়ে গেলেন সাহানা। একই কারণে স্বর্ণেন্দুও প্রযোজনা সংস্থাকে ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার চিঠি পাঠিয়েছেন।
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
বাংলা টেলিভিশনে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক তৈরি করেছে সাহানা-স্বর্ণেন্দু জুটি। এর মধ্যে ‘পটলকুমার গানওয়ালা’, ‘ত্রিনয়নী’ ও ‘গোপাল ভাঁড়’ অন্যতম। সাহানাকে বাদ দিয়ে কোনও ধারাবাহিকের সঙ্গে তিনি একাত্ম হতে পারবেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বর্নেন্দু। তাই সাহানা বেরিয়ে যাওয়ার পর স্বর্ণেন্দুও একই পথে হাঁটার সিদ্ধান্ত নেন।
যে কোনও ধারাবাহিক প্রযোজনার ক্ষেত্রে পরিচালক ও চিত্রনাট্যকার সবথেকে গুরুত্বপূর্ণ দুই কুশীলব। সাহানা-স্বর্ণেন্দুর এই পদক্ষেপ ‘প্রথমা কাদম্বিনী’র জনপ্রিয়তায় কোনও ছাপ ফেলবে কিনা সেটাই দেখার।