আট বছর পর বড়পর্দায় চুমকি, সঙ্গে সাবিত্রী
RBN Web Desk: নব্বইয়ের দশকে পরিচালক অঞ্জন চৌধুরীর কন্যা চুমকি ছিলেন বাংলা ছবিতে এক পরিচিত মুখ। অঞ্জনের পরিচালনায় ‘মহাজন’ ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি। নব্বইয়ের দশক এবং এ শতকের প্রথম কয়েক বছর চুটিয়ে অভিনয় করলেও একটা সময় তাঁর অভিনয় জীবনে ছেদ পড়ে। শেষ কাজ করেছিলেন শ্যামল দাসের ‘স্নেহের বন্ধন’ ছবিতে।
প্রায় আট বছর পর আবার বড়পর্দায় আসতে চলেছেন চুমকি। বর্ষালি চট্টোপাধ্যায়ের পরিচালনায় এক বামনকে কেন্দ্রে রেখে তৈরি ছবি ‘কুলপি’তে নায়কের সৎমা মানবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির প্রথমদিকে চুমকিকে খল ভূমিকায় দেখা গেলেও ছবির শেষে সেই চরিত্রের রূপান্তর দেখানো হয়েছে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
এই ছবিতে মানবীর স্বামী কালীপদর চরিত্রভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। ছবির নামভূমিকায় অভিনয় করবেন নবাগত প্রত্যয় ঘোষ। নায়িকার চরিত্রে রয়েছেন পায়েল সরকার। এছাড়া অন্যান্য ভূমিকায় দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ বসুকে।
আগামী বছর গোড়ার দিকে মুক্তি পাবে ‘কুলপি’।