সৃজিতের ছবিতে আবারও অভিনয় করতে পারেন জয়া
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আবারও অভিনয় করতে পারেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। এর আগে পরিচালকের ‘রাজকাহিনি’ ও ‘এক যে ছিল রাজা’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। তবে তিনি বর্তমানে সন্তানসম্ভবা। তাঁর পক্ষে এ ছবিতে কাজ করা সম্ভব নয়। শোনা যাচ্ছে, সেই চরিত্রে অভিনয় করার জন্য জয়াকে প্রস্তাব দিয়েছেন সৃজিত।
আরও পড়ুন: উতরে দিলেন স্বস্তিকা
এদিকে জানুয়ারিতে অগ্নিযুগের বিপ্লবী বীণা দাসের বায়োপিকে সৃজিত হাত দেবেন বলে শোনা যাচ্ছে। অল্পবয়সী বীণার চরিত্রে দিতিপ্রিয়া রায়ের অভিনয় করা কথা। তবে তা এখনও চূড়ান্ত নয়।
শীঘ্রই ‘দশম অবতার’-এর শ্যুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ছবিটি পুজোয় মুক্তি পাওয়ার কথা।