ডিসিপির কন্যা উধাও, সন্দেহের তীরে নিউজ় অ্যাঙ্কর

RBN Web Desk: শহুরে জীবনযাত্রায় মানুষের জটিল সম্পর্ক প্রভাব ফেলছে সমাজের ওপরেও। একসময়ের সহজ সরল ছাপোষা বাঙালি এখন সর্বত্রই কর্পোরেট আচরণে অভ্যস্ত। বদলে গেছে চিন্তাধারা, বদলেছে যাপন। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অপরাধ। এই ধরনের রহস্যের প্রতি দর্শকের একটা স্বাভাবিক আকর্ষণ আছেই। পর্দায় রহস্য দেখতে, তাকে অনুসরণ করতে দর্শক ভালোবাসে। সেই অনুসরণ ও অনুসন্ধানকে সঙ্গে নিয়েই আসছে পরিচালক অয়ন চক্রবর্তীর ওয়েব সিরিজ় ‘নিখোঁজ’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা।

একটি মেয়ের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে ‘নিখোঁজ’ সিরিজ়। ডিসিপি বৃন্দা বসুর (স্বস্তিকা) মেয়ে এক সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এদিকে নামী সাংবাদিক রোমিত সেনকে (টোটা)—যিনি বৃন্দার মেয়ের বস এবং প্রিয় মেন্টরও—একটি রক্তমাখা গাড়ির মধ্যে পাওয়া যায় দিশাহারা অবস্থায়। তবে কি রোমিতই বৃন্দার মেয়ের নিখোঁজ হওয়ার জন্য দায়ী? তাকে মুখ্য সন্দেহভাজন হিসেবে সামনে রেখে মাঠে নামে বৃন্দার টিম ও ফরেনসিক বিশেষজ্ঞরা। রোমিত কি সত্যি কথা বলবে?

আরও পড়ুন: ‘মাসুম’-এর সিক্যুয়েল করবেন শেখর?

“সাধারণত কোনও ছবির চিত্রনাট্য পড়ার সময় একটা খাতা-পেন নিয়ে বসি,” বললেন স্বস্তিকা। “কোনও ব্যাপারে জিজ্ঞাসা থাকলে বা কোথাও খটকা লাগলে সেটা লিখে রাখি। পরে পরিচালককে জিজ্ঞাসা করে নিই। এই সিরিজ়ের চিত্রনাট্য এত টাইট আর পরিষ্কার যে আমি কোনও খুঁত খুঁজে পাইনি। অয়নদাকে বলেছিলাম আমার কোনও প্রশ্ন নেই, শ্যুটিং কবে শুরু করবে বলো।” 

টোটার সঙ্গে শেষবার ২০০৫-এ ‘নব্বই ঘণ্টা’ ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা। 

আরও পড়ুন: পাল্প ফিকশন লেখক শ্রীস্বপনকুমারের ভূমিকায় পরাণ

“এই সিরিজে আমার চরিত্রটা একজন নামী নিউজ চ্যানেলের অ্যাঙ্করের যে ওই চ্যানেলের ভাইস প্রেসিডেন্টও,” জানালেন টোটা। “একজন সেলিব্রিটি নিউজ় অ্যাঙ্কর, গোটা বাংলায় যার কাজের খুব সুনাম, সে একজন দায়িত্বশীল বাবা এবং স্বামীও বটে। কিন্তু ওই একটা সন্ধ্যার ঘটনায় তার চেনা জীবনটা পাল্টে যায়। সেই পাল্টে যাওয়া দিয়েই সিরিজ়টা শুরু।”

আরও পড়ুন: “আর ভালো লাগছে না”

গোয়েন্দা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে তিনি সন্দেহভাজন। এবার কি তবে অপরাধীর ভূমিকাতেও দেখা যাবে তাঁকে? 

“সেটা পরিচালকের ওপর নির্ভর করবে তিনি কোন ভূমিকায় আমাকে রাখতে চাইছেন। তবে হ্যাঁ, ভালো চিত্রনাট্য পেলে অপরাধীর চরিত্র করতে আমার অসুবিধা নেই। কারণ দর্শক এখন ভালো কাজ, ভালো অভিনয় দেখতে চান। অভিনেতাকে তাই একটাই ইমেজে নিজেকে বেঁধে রাখতে হয় না। ইমেজ নিয়ে কিছুটা সচেতন থাকতে হয় ঠিকই, তবে একজন অভিনেতার কাজের গ্রহণযোগ্যতা আগের থেকে অনেক বেড়েছে,” বললেন টোটা। 

আরও পড়ুন: “প্রতিটি আঞ্চলিক সিনেমার শিকড় কোথায় আমি জানি”

“খুব গরমের সময় আসল লোকেশনে আমরা শ্যুট করেছি,” জানালেন অয়ন। “সেই সময় হিট ওয়েভ চলছিল।”

তবে ‘নিখোঁজ’কে গোয়েন্দা বা থ্রিলার বলতে নারাজ তিনি। “এটা আসলে সম্পর্কের গল্প। এক ওয়ার্কিং মা ও তার মেয়ের সম্পর্ক। নিখোঁজ এখানে বিশ্বাস, যেটা ক্রমশ আমরা নিজেদের ভেতর থেকে হারিয়ে ফেলছি। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ আমরা অন্যের বিচার করি। তার পরিস্থিতি না জেনে তাকে ভালো বা খারাপ লেবেল সেঁটে দিই। সেটা কি আদৌ ঠিক? এরকম আরও অনেক সামাজিক ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই সিরিজ়ে। আমার মনে হয় অন্যরকম একটা গল্পে এই সিরিজ় সকলের ভালো লাগবে,” বললেন অয়ন। 

আপাতত সিরিজ়ের প্রথম সিজ়ন সম্প্রচার হবে। দ্বিতীয় সিজ়ন আসবে কিছুদিন পর।

১১ আগস্ট থেকে হইচই ওটিটিতে দেখা যাবে ‘নিখোঁজ’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *