বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ‘কণ্ঠ’
RBN Web Desk: বাংলাদেশে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’। জয়া আহসান, পাওলি দাম, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন ও শিবপ্রসাদ অভিনীত ছবিটি ১০ মে মুক্তি পায় কলকাতায় । ১৭ আগস্ট বক্স অফিসে ১০০ দিন পূর্ণ করে ছবিটি।
ভারতের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রদর্শিত হয়েছে ‘কণ্ঠ’। সান ফ্রান্সিসকো, ইলিনয়, শিকাগো, ও সিয়াটেলের মত শহরে প্রশংসা কুড়িয়েছে কর্কটরোগে আক্রান্ত বাচিকশিল্পী অর্জুন মল্লিকের (শিবপ্রসাদ) জীবন সংগ্রামের কাহিনী। ল্যারিংজেকটমির পর ক্যান্সার জয় করে কিভাবে এই শিল্পী সাফল্যের সঙ্গে তার পেশায় ফিরে আসেন, তারই গল্প বলে ‘কণ্ঠ’। ৪ আগস্ট বৃহত্তর লন্ডনের হ্যারোতেও প্রদর্শিত হয়েছে এই ছবি। এছাড়া নেপালেও দেখানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।
‘কণ্ঠ’র সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়।
৮ নভেম্বর থেকে বাংলাদেশে দেখা যাবে ছবিটি।