‘গোরা’ করতে চেয়েছিলাম: অপর্ণা
RBN Web Desk: রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় উপন্যাস ‘ঘরে বাইরে’ অবলম্বনে তাঁর পরবর্তী ছবি ‘ঘরে বাইরে আজ’ পরিচালনা করেছেন অপর্ণা সেন। ছবিতে বিমলার চরিত্রে অভিনয় করেছেন তুহিনা দাস ও নিখিলেশের ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। সন্দীপের চরিত্রটি করছেন যীশু সেনগুপ্ত।
তবে ‘ঘরে বাইরে’ নয়, রবীন্দ্রনাথেরই উপন্যাস ‘গোরা’ নিয়ে ছবি করতে চেয়েছিলেন তিনি, সংবাদমাধ্যমকে সম্প্রতি এমনটাই জানালেন অপর্ণা। অনেকেই তাঁকে—বিশেষ করে তাঁর মেয়ে কঙ্কনা সেনশর্মা—জিজ্ঞেস করেছেন রবীন্দ্রনাথের কোনও গল্প নিয়ে কেন তিনি কোনও ছবি করছেন না। প্রথমেই তাঁর মনে হয়েছিল ‘গোরা’র কথা। কিন্তু এই উপন্যাস যে সময়কালের, সেটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ধরা খুব কঠিন। তাছাড়া ‘গোরা’ রবীন্দ্রনাথের অন্য যে কোনও উপন্যাসের থেকে অনেক বেশি তাত্বিক। তাই ‘গোরা’র পরিবর্তে ‘ঘরে বাইরে’ অবলম্বনে ছবি করার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: আবারও এক ফ্রেমে আরিফিন-ঋতুপর্ণা
তবে চরিত্র হিসেবে গোরার কিছু উপাদান ‘ঘরে বাইরে আজ’-এ সন্দীপের চরিত্রায়ণে থাকছে বলে জানালেন অপর্ণা ।
এর আগে ১৯৮৪ সালে ‘ঘরে বাইরে’ অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করেন সত্যজিৎ রায়। সেই ছবিতে বিমলা, সন্দীপ ও নিখিলেশের ভূমিকায় অভিনয় করেন স্বাতীলেখা সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর ব্যানার্জী।
১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ঘরে বাইরে আজ’।
ছবি: গার্গী মজুমদার