আপোষ করে ফেলুদা বানাতে পারব না: সৃজিত
RBN Web Desk: সম্প্রতি ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র নতুন সিজ়ন ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর ট্রেলার মুক্তিতে এসে এটাই সিরিজ়ের শেষ পর্ব বলে জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। কিন্তু আচমকা এই ঘোষণা কেন? সত্যিই কি তিনি আর ফেলুদা করবেন না?
রেডিওবাংলানেট-এর প্রশ্নের উত্তরে সৃজিত জানালেন, “শেষ মানে আমি আর করব না। অন্য কেউ করবেন এর পরে। আমার ক্ষেত্রে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ই শেষ। ওয়েব সিরিজ় করা আর সম্ভব নয়। ফেলুদার এক একটা সিনেমাটিক গল্প নিয়ে সিরিজ বানাতে গেলে যে পরিমাণ বাজেট দরকার, সেটা এখানে পাওয়া যায় না। আর ছবি করার অনুমতি আমার নেই। তাই আমি আর করব না। নিশ্চয়ই অন্য কেউ আসবে এরপর। ফেলুদা চলবে। আমার ফেলুদা এখানেই শেষ।”
আরও পড়ুন: বাজিকা ভাষায় প্রথম ছবি, সেরা পরিচালকের পুরস্কার পেলেন আরিয়ান
এবারে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ পর্বে অবসরপ্রাপ্ত বিচারক সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্রে রজতাভ দত্ত অভিনয় করেছেন। এর আগে ফেলুদার গল্পে বয়স্ক চরিত্রে বয়স্ক অভিনেতাই নিয়েছেন সৃজিত। এবার রজতাভ কেন?
“তার কারণ আমাকে মল্লিকের কম বয়সটাও দেখাতে হতো,” বললেন সৃজিত। “আর সেটা এতটাও কম নয় যে বয়সে অনেকটা ছোট কাউকে দিয়ে করিয়ে নেওয়া যায়। কারণ তিনি তখনও বিচারক ছিলেন, বয়স কিছুটা কম ছিল। তাই এমন কাউকে আমার লাগত যাঁকে মেকআপ দিয়ে দশ-কুড়ি বছরের এদিক ওদিক করা যেতে পারে।”
‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ শুটিংয়ে
কোথাও কি ফেলুদা তাঁর অন্য কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সৃজিতের জন্য? কিছুদিন আগে হিন্দিতে ‘শেখর হোম’ দর্শকদের প্রশংসা পেয়েছে, এছাড়াও প্রচুর কাজ রয়েছে তাঁর হাতে।
“একেবারেই না,” জোর গলায় বললেন সৃজিত। “ফেলুদা আমার কাছে সবচেয়ে আগে। আমার সব কাজ পরে। এটা আমি সবাইকে বলে রেখেছি। ফেলুদার শুটিং থাকলে আর সবকিছু আটকে থাকবে। সেটা ‘শেখর হোম’ হোক আর যাই হোক। আমার কাছে ফেলুদা ইজ় দি অ্যাকচুয়াল হোম। ফেলুদার জন্য সবকিছু আটকে থাকতে পারে। কিন্তু কোনওকিছুর জন্য ফেলুদা আটকাবে না। আর সেটাই শেষ করার একমাত্র কারণ। কোথাও আপোষ করে আমি ফেলুদা বানাতে পারব না। অসাধারণ সব গল্প আছে ফেলুদার, কিন্তু সেগুলো নিয়ে ওয়েব সিরিজ় করা মুশকিল। সেই কারণেই শেষ করা।”