বাজিকা ভাষায় প্রথম ছবি, সেরা পরিচালকের পুরস্কার পেলেন আরিয়ান
কলকাতা: এ দেশের প্রান্তিক ভাষাগুলোর মধ্যে অন্যতম বাজিকা। সেই ভাষায় প্রথমবার তৈরি হয়েছে কোনও পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি। পরিচালকেরও প্রথম ছবি ‘আজুর’ (Aajoor)। সে ছবির জন্যই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হীরালাল সেন স্মৃতি পুরস্কার (সেরা পরিচালক) পেলেন আরিয়ান চন্দ্র প্রকাশ (Aryan Chandra Prakash)। গতকাল উৎসবের শেষ দিনে বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণ করা হয়।
উত্তর-পশ্চিম বিহারের লওন্ডা নৃত্য সম্প্রদায়কে নিয়ে ছবি করেছেন আরিয়ান। এ নৃত্যে পুরষ শিল্পীরা মহিলা সেজে নাচেন। সামাজিকভাবে তাদের অচ্ছুত বলে গণ্য করা হয়। ‘আজুর’-এর সব অভিনেতাই এই সম্প্রদায়ের। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজ্জন পাসওয়ান। তাঁর মেয়ের ভূমিকায় রয়েছেন স্তুতি চন্দ্র প্রকাশ। এ ছবিতে স্তুতিই একমাত্র শিল্পী যে এই সম্প্রদায়ভুক্ত নন। মেয়েকে লেখাপড়া শেখাতে চায় সজ্জন। প্রতি পদে আসে বাধা। সেই বাধা অতিক্রম করার কাহিনিই ‘আজুর’।
স্ক্রিনিংয়ের আগে মঞ্চে টিম ‘আজুর’
জীবনে প্রথমবার কোনও বড় শহরে এসে অভিভূত ‘আজুর’-এর শিল্পীরা। প্রায় প্রত্যেকের চোখেমুখে ধরা পড়ল বিস্ময়। পুরস্কার হাতে নিয়ে কেঁদে ফেললেন আরিয়ান। বললেন, “এ আসাধারণ প্রাপ্তি। পাঁচ বছর ধরে একটু-একটু করে অর্থ সংগ্রহ করে ছবিটা শেষ করতে পেরেছি আমরা।”
আরও পড়ুন: বাস্তুচ্যুত প্রান্তজন, নর্মদা ‘পরিক্রমা’য় দেখালেন গৌতম
মোট ১৩টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়। আন্তার্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা ছবির গোল্ডেন রয়্যাল বেঙ্গল পুরস্কার পেল মিলকো লাজ়ারভের ছবি ‘তারিকা’ (বুলগেরিয়া)। একই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেলেন আনা এন্দারা তাঁর ‘বিলাভেড ট্রপিক’ (পানামা) ছবির জন্য। ভারতীয় চলচ্চিত্রে হীরালাল সেন স্মৃতি পুরস্কার (সেরা ছবি) পেয়েছে কৃষ্ণ গৌড়ার ‘লচ্ছি’ (কন্নড়)।