আমার সবক’টাই চাই, আমি ভীষণ লোভী: অনির্বাণ
RBN Web Desk: জটায়ু, একেন নাকি জটিলেশ্বর? কোনও একটা চরিত্র বেছে নিতে বললে কোনটা পছন্দ করবেন তিনি? “আমার সবকটাই একসঙ্গে চাই, এই ব্যাপারে আমি খুব লোভী। কোনওটাই ছাড়তে পারব না,” হেসে বললেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty)।
ডিসেম্বর মাসে দুটি ছবি ও একটি সিরিজ় নিয়ে একসঙ্গে তিন জায়গায় অনির্বাণের উপস্থিতি। শুধু তাই নয়, তিনটিই মুক্তি পেতে চলেছে একদিনে। একদিকে যেমন ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ (Feludar Goyendagiri) সিরিজ়ের ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ (Bhuswargo Bhoyonkawr) পর্বে বরাবরের মতোই তিনি জটায়ুর ভূমিকায় রয়েছেন, তেমনই রয়েছেন ‘খাদান’ (Khadaan) এবং ‘চালচিত্র’ (Chaalchitro) ছবিতেও। এছাড়াও জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ‘একেনবাবু’ (Eken Babu) সিরিজ়ের পরবর্তী সিজ়ন ‘পুরোপুরি একেন’।
এতরকম কাজ একসঙ্গে করতে গিয়ে জটায়ুর সারল্যে ছাপ পড়ে না বা একেনের সঙ্গে গুলিয়ে যায় না?
অনির্বাণের উত্তর, “নাহ, এখন অভ্যেস হয়ে গেছে। দুটো সম্পূর্ণ আলাদা চরিত্র। একবার গল্পে ঢুকে গেলে আর সমস্যা হয় না।”
আরও পড়ুন: বাজিকা ভাষায় প্রথম ছবি, সেরা পরিচালকের পুরস্কার পেলেন আরিয়ান
ফেলুদার এবারের টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বললেন, “আমাদের তিনজনের টিম ছাড়াও বাকি সকলের সঙ্গেই আমি আগেও কাজ করেছি। কাজেই বোঝাপড়ায় কোনও সমস্যা হয়নি। তবে অভিজ্ঞতা হয়েছে ঠান্ডার। আমরা যখন কাশ্মীর পৌঁছই তখন ওখানে মাইনাস ১৬ ডিগ্রি চলছে। তারপর যখন শুটিং শুরু হলো তখন মাইনাস ২১! মারাত্মক ঠান্ডা। তবে থাকতে-থাকতে ওটাই অভ্যেস হয়ে গিয়েছিল। আর কাজ শুরু হয়ে গেলে এমনিও এসব নিয়ে মাথা ঘামানোর সময় থাকে না।”
এবারের ফেলুদায় বেশ কিছু পুরনো ফেলুদা ছবির দৃশ্যের পুনঃনির্মাণ আছে। বিশেষ করে ‘জয়বাবা ফেলুনাথ’ ছবির বিখ্যাত নাইফ থ্রোয়িংয়ের দৃশ্য। সন্তোষ দত্তের অভিনয় করা দৃশ্যে কাজ করতে একটু হলেও টেনশন হয়েছিল কি?
জটায়ুর চরিত্রে, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজ়ে
“ঠিক টেনশন বলব না, তবে দৃশ্যটা যাতে ঠিকঠাক হয় সেই চিন্তাটা ছিল। তবে ওই দৃশ্যগুলো এতই ছোট করে তোলা হয়েছে যে খুব একটা টেনশন করার জায়গাও ছিল না,” বললেন অনির্বাণ।
এই দৃশ্যে ফেলু তোপসে জটায়ুর সঙ্গে মগনলাল মেঘরাজ চরিত্রে খরাজ মুখোপাধ্যায়ও থাকবেন বলে জানা গেল।
গতবছর ‘প্রধান’ ছবিতে অনির্বাণের জটিলেশ্বর চরিত্রটি জনপ্রিয় হয়েছিল। একেন বা জটায়ুর মতো চরিত্রের পাশাপাশি এই ধরনের চরিত্রগুলোও করতে ভালোবাসেন বলে জানালেন তিনি। প্রায় একইসঙ্গে শুটিং হয়েছে এবার তাঁর অভিনীত বিপরীতধর্মী চরিত্রগুলোর। “একবার চরিত্রটার ভেতরে ঢুকে গেলে আর অসুবিধা হয়ে না। বরং বেশ মজাই লাগে আলাদা আলাদা চরিত্রে অভিনয় করতে,” জানালেন বাঙালির বর্তমান জটায়ু।
ছবি: প্রতিবেদক