চিত্রকর টোটা, মুক্তি পেল ট্রেলার
RBN Web Desk: পিকাসোর হাতে প্রতিকৃতি নির্মাণ এবং তারপরেই মৃত্যু, এ এক অদ্ভুত রহস্য। পলাশ ব্যানার্জি ওরফে পিকাসো নামী চিত্রকর। কিন্তু তিনি সম্প্রতি যাদের প্রতিকৃতি এঁকেছেন তারা দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ফটোগ্রাফার বন্ধু বিক্রমের মুখে ব্যাপারটা শুনে সাংবাদিক শ্রেয়া পৌঁছয় পলাশের বাড়ি, উদ্দেশ্য এই ঘটনা কভার করা। কিন্তু কেমন মানুষ এই পলাশ? এমনই এক জটিল রহস্য নিয়ে তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘পিকাসো’ নিয়ে আসছেন পরিচালক রাজা চন্দ। অভিনয়ে আছেন টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাব্য ভৌমিক। সম্প্রতি মুক্তি পেল সিরিজ়টির ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পীরা।
এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অন্যতম ব্যস্ত অভিনেতা টোটা, কলকাতা-মুম্বই প্রায় ডেইলি প্যাসেঞ্জারি করছেন তিনি। এর আগেও তিনি এক চিত্রকরের চরিত্রে অভিনয় করেছেন। “আমি কিন্তু সত্যি ছবি আঁকতে জানি না। তবে চরিত্রটা খুব ভালো লেগেছিল সেইজন্যই করেছি। এটা একটা ধূসর চরিত্র এইটুকু বলতে পারি। চিত্রশিল্পীর চরিত্রে আগেও অভিনয় করেছি, কিন্তু এটা একেবারে আলাদা,” বললেন টোটা।
আরও পড়ুন: সুব্রত রায়ের চরিত্রে অনিল?
“এখানে আমার চরিত্রটা একজন ফ্যাশন ফটোগ্রাফারের,” জানালেন সৌরভ। “তবে চরিত্রের জন্য আমাকে আলাদা করে কিছু করতে হয়নি। বরং যারা আমার ছবি তোলেন, ফটোসেশন যখন হয়, তখন একজন ফটোগ্রাফারের শরীরীভাষা কীরকম হয় সেগুলো তো এতদিন ধরে দেখেছি। সেগুলোই কাজে লাগিয়েছি আমি।”
ছবির গল্পে সত্যজিৎ রায়ের ‘গগন চৌধুরীর স্টুডিও’ গল্পের ছোঁয়া রয়েছে কি না জিজ্ঞাসা করতে রাজা জানালেন, “মিল থাকার কথা নয়। তবু যদি কিছু মিলে যায় তবে সেটা অনিচ্ছাকৃত এবং আমাদের সৌভাগ্য বলতে হবে। এটা আগাগোড়া একটা রহস্যে মোড়া গল্প। আমি সব ধরনের ছবিই করেছি। তাই ওটিটিতে যখন কাজ করতে এলাম তখন মনে হলো যে ধরনের গল্প আগে বলা হয়নি তেমন কিছু বলা যাক। দর্শককে বসিয়ে রাখা এখন একমাত্র চ্যালেঞ্জ। আমার বিশ্বাস সেটা ‘পিকাসো’ পারবে। সিরিজ়ে পাঁচটি এপিসোড থাকবে।” দ্বিতীয় সিজ়ন আনার পরিকল্পনা এখনই নেই বলে জানালেন তিনি।
আরও পড়ুন: ‘সেনা উর্দি পরতে পারাই সবথেকে বড় পুরস্কার’
এই সিরিজ়ের মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালকের পুত্র রাজপুত্র চন্দ। তিনি জানালেন, “আমি খুবই উত্তেজিত এই কাজটা নিয়ে। আমি বরাবরই সিনেমা পাগল। আমাকে যখন বাবা ‘পিকাসো’র গল্পটা শোনায় তখন আমার সন্দেহ ছিল পারব কিনা। তবে বাবা বলেছিল, তুমি একটা গান বানাও, সেটা যদি সকলের ভালো লাগে তাহলেই সেটা সিরিজ়ে রাখা হবে। আশা রাখি আমার কাজ দর্শকদের ভালো লাগবে।”
সিরিজ়ের চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। চিত্রগ্রহণে রয়েছেন সৌম্যদীপ্ত (ভিকি) গুঁই। রাজপুত্র ছাড়াও সুর করেছেন অভিষেক। গানের কথা লিখেছেন রাজা নিজে।
কিছুদিনের মধ্যেই ক্লিক ওটিটিতে মুক্তি পাবে ‘পিকসো’।