‘সেনা উর্দি পরতে পারাই সবথেকে বড় পুরস্কার’

কলকাতা: তাঁর ভক্তকূলের ধারণা, এ ছবিতে তিনি যা অভিনয় করেছেন তাতে জাতীয় পুরস্কার পাকা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে অভিনেতা ভিকি কৌশল বললেন, “সেনা উর্দি পরতে পারাই সবথেকে বড় পুরস্কার। ওই পোশাকটা যখন গায়ে ওঠে, তার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।”

মেঘনা গুলজ়ার পরিচালিত, প্রাক্তন সেনা প্রধান স্যাম মানেকশয়ের জীবনীচিত্র ‘স্যাম বাহাদুর’-এর নামভূমিকায় অভিনয় করছেন ভিকি। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্র, নীরজ কবি ও ফাতিমা সানা শেখ। সেই ছবির প্রচারে এসে গতকাল শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এর আগে ‘উরি’ ছবিতে এক সেনা কমান্ডোর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি।

আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?

‘স্যাম বাহাদুর’-এর প্রস্তুতিপর্বে সেনা জওয়ানদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন ভিকি। রপ্ত করেছেন তাঁদের শরীরী ভাষা, কথা বলার ধরণ। “সেনা-জীবনের যে সব কাহিনি তাঁদের মুখে শুনেছি, এটুকু বলতে পারি ভারতীয় ছবিতে শুধুমাত্র হিমশৈলের চূড়াটুকু আমরা ছুঁতে পেরেছি,” বললেন ভিকি।

মেঘনার ওপর চোখ বন্ধ করে ভরসা করেন তিনি। ২০১৮ সালে তাঁদের প্রথম আলাপ। সে বছরই মেঘনার ‘রাজ়ি’ ছবিতে কাজ করেন ভিকি। পাঁচ বছরে গভীর হয়েছে বন্ধুত্ব। “একটা ছবি করার পেছনে পরিচালক হিসেবে মেঘনা কী সাংঘাতিক পরিশ্রম করে ভাবা যায় না। তিন বছরেরও বেশি সময় ধরে ও শুধু স্যামের ওপর গবেষণাই করে গেছে। আমাকে স্যামের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিতে এসে মেঘনা শুধু বলেছিল, দে ডোন্ট মেক মেন লাইক হিম এনিমোর। ওই এক লাইন শুনেই আমি রাজি হয়ে যাই।”

১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘স্যাম বাহাদুর’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *