সুব্রত রায়ের চরিত্রে অনিল?
RBN Web Desk: সম্প্রতি প্রয়াত হয়েছেন সাহারা সংস্থার কর্ণধার সুব্রত রায়। ১৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একসময় ভারতের অন্যতম ধনী ও বিতর্কিত শিল্পপতি সুব্রতর চরিত্রে অনিল কপূর অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। ছবিটি পরিচালনা করবেন সুদীপ্ত সেন। এর আগে ‘দ্য কেরালা’ স্টোরি ছবিটি পরিচালনা করেছিলেন সুদীপ্ত।
১০ জুন সুব্রতর ৭৫তম জন্মদিনে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। নির্মাতারা জানিয়েছিলেন ছবির নাম হবে ‘সাহারাশ্রী’। উল্লেখ্য, সুব্রত নিজেই নিজেকে এই উপাধী দিয়েছিলেন।
সুব্রতর মৃত্যুর পর আবার তাঁর জীবনীচিত্র নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, তাঁর চরিত্রে অভিনয় করার জন্য অনিলকে প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর নাকি চিত্রনাট্যও পছন্দ হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি কোনও চুক্তিপত্রে সই করেননি। আপাতত ‘অ্যানিমাল’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অনিল।