ছেলেকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু চৈতির, সঙ্গে ঋতুপর্ণা
RBN Web Desk: ছোটবেলা থেকে মঞ্চে এবং পরে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে বাঙালি দর্শকের বরাবরের কাছের মানুষ চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। দীর্ঘ অভিনয়জীবন পার করে এই প্রথম পরিচালনায় আসছেন তিনি। ভিন্ন স্বাদের নগরকেন্দ্রিক কাহিনি নিয়ে আসছে তাঁর ছবি নেভারমাইন্ড (Nevermind)। ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এবং চৈতির পুত্র অমর্ত্য রায় (Amartya Roy)।
ছবির গল্প কলকাতার পার্ক স্ট্রিটকে কেন্দ্র করে। এক মহিলা তার অতীতে ঘটে যাওয়া ঘটনার সূত্রে কিছু খুঁজতে আসেন পার্ক স্ট্রিটের এক পানশালায়। সেখানে একজন উঠতি গায়কের সঙ্গে তার দেখা হয়ে যায়। দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। একটাই দিন ও রাতের গল্প থাকবে ‘নেভারমাইন্ড’ ছবিতে। বিভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা একই সময়ের সমান্তরাল কিছু চরিত্রের আনাগোনা থাকবে ছবি জুড়ে। পার্ক স্ট্রিট ও সংলগ্ন অঞ্চলের কসমোপলিটন রূপকে তুলে ধরবে চৈতির ‘নেভারমাইন্ড’। একইসঙ্গে মানব চরিত্রের নানা দিকও উঠে আসবে ছবিতে।
ছবির কাহিনিকার সম্রাট। চিত্রনাট্য করেছেন মিতালী ঘোষাল রুদ্র ও সম্রাট। চিত্রগ্রহণে থাকবেন গোপী ভগৎ (Gopi Bhagat)। ছবির গান এবং আবহের দায়িত্বে থাকবেন রূপম ইসলাম (Rupam Islam)।
কিছুদিনের মধ্যেই শুরু হবে ‘নেভারমাইন্ড’-এর শ্যুটিং ।