জীবন মৃত্যুর সংঘর্ষের কাহিনী নিয়ে আসছে ‘ভোরের সূর্যাস্ত’
RBN Web Desk: ভোর হওয়ার আগের রাতটা ঢাকা থাকে নিকষ কালোতে। প্রতিটি ভোর দাঁড় করায় এক নতুন দিনের সামনে। কখনও বা অন্ধকার বর্তমানের আড়ালে লুকিয়ে থাকে নতুন সত্যের আলো। হঠাৎই এরকম সত্যের মুখোমুখি হয় এক বছর চব্বিশের তরতাজা যুবক। যে রাতে এই যুবক তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে খুনির মুখোমুখি হয়, সেই রাতই বদলে দেয় তার জীবনের গতিমুখ।
জীবন মৃত্যুর সংঘর্ষের এই কাহিনী নিয়েই পরিচালক দীপঙ্কর নাগ তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ভোরের সূর্যাস্ত’। সম্প্রতি শেষ হল এই ছবির আউটডোর শ্যুটিং। আপাতত জোরকদমে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।
আরও পড়ুন: টানা ৩১ সপ্তাহ শীর্ষে ‘কৃষ্ণকলি’
‘ভোরের সূর্যাস্ত’র কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দীপঙ্কর। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে করেছেন শঙ্কর দেবনাথ, রত্না চক্রবর্তী, কেয়া সরকার এবং সুনীল সাউ। সাধারণত এই ধরণের ছবির ক্ষেত্রে আবহ সঙ্গীত জরুরি ভূমিকা পালন করে। ‘ভোরের সূর্যাস্ত’র আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন অমিত দাশগুপ্ত।
শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবিটি।