রোড ট্রিপে বন্ধুত্বের গল্প
RBN Web Desk: ছবির নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার জানা গেল শিল্পীদের নাম। নীলাঞ্জন মুখোপাধ্যায় পরিচালিত ‘গুডবাই ভেনিস’ ছবির মুখ্য ভূমিকায় থাকছেন দিব্যাশা দাস, দর্শনা বণিক, নীল ভট্টাচার্য ও সৌরভ দাস। তবে পাঁচ বন্ধুর এই গল্পে পঞ্চমজনের চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও জানাননি পরিচালক।
ইতালিতে পাঁচ বন্ধুর রোড ট্রিপ নিয়ে এক জমজমাট ছবি হতে চলেছে ‘গুডবাই ভেনিস’, দাবি নির্মাতাদের। হিন্দি বা অন্যান্য ভাষায় বন্ধুদের রোড ট্রিপে যাওয়া নিয়ে ছবি হলেও, বাংলায় সেভাবে হয়নি বললেই চলে।
ছবির কাহিনি কী নিয়ে?
পাঁচ বন্ধুর কলেজ জীবনের শেষ দিনে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। এরপর কেটে যায় তিন বছর। একদিন হঠাৎ করেই এক বন্ধুর প্রস্তাবে সবাই মিলে ইতালিতে ছুটি কাটানোর পরিকল্পনা করে। মিলান থেকে ভেনিস পর্যন্ত একটি রোড ট্রিপে যায় তারা। আর এই সফরের মাঝেই উন্মোচিত হতে থাকে একের পর এক রহস্য।
আরও পড়ুন: প্রাক্তন বনাম বর্তমান নয়
বেঁচে থাকা নাকি ভালো থাকা? জীবন, সম্পর্ক, বন্ধুত্ব-ভাঙনের টানাপোড়েনের গল্পই বলবে ‘গুডবাই ভেনিস’। পরিচালক হিসেবে এটাই নীলাঞ্জনের প্রথম ছবি। তাঁর দাবি, “এই ছবি দর্শক উপভোগ করবে। ছবির পদে-পদে আছে প্রেম, বন্ধুত্ব আর সম্পর্ক নিয়ে হাজার বাস্তব চিত্র।”
চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন অর্নব লাহা। সঙ্গীত পরিচালনা করবেন সৌম্য ঋত। তাঁর লেখা এবং সুর করা পাঁচটি গান থাকবে ছবিতে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে হবে ছবির শুটিং। মিলান ও ভেনিস ছাড়াও ইতালির অন্যান্য শহরে হবে চিত্রগ্রহণ।