বিশিষ্ট অভিনেতা মনু মুখোপাধ্যায় প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা মনু মুখোপাধ্যায়। আজ সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। জীবনের শেষ দিনগুলি তাঁর কসবার বাড়িতে কার্যত শয্যাশায়ী হয়ে কাটালেন এই অভিনেতা।
সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ভণ্ড বাবাজী ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পান মনু মুখোপাধ্যায়। তাঁর প্রথম অভিনীত ছবি ‘নীল আকাশের নীচে’। মৃণাল সেন পরিচালিত সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই একদিন মনুকে ছবির পরিচালক মৃণাল সেনের কাছে নিয়ে যান। স্মৃতিলেখা বিশ্বাসের সঙ্গে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন মনু। এরপর কাজ করেছেন একের পর এক ছবিতে। চাকরি করার কারণে বড় চরিত্রের জন্য সময় দিতে পারতেন না মনু।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
চলচ্চিত্রে অভিনয়ের আগে থিয়েটারের মঞ্চে মহিলা চরিত্রে অভিনয় করতেন মনু। তাঁর আসল নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। মনু তাঁর ডাকনাম। সরকারী চাকরি করার সময় আসল নামটা ব্যবহার করতেন। পরে যখন অভিনয়ে আসেন, তখন ডাকনামটাই রয়ে যায়। পরে সিনেমাতেও ওই নামই চলে এসেছে।
স্বাধীনতার পূর্বে জন্মগ্রহণ করা এই অভিনেতার শেষ দিন পর্যন্ত স্পষ্ট মনে ছিল নেতাজী সুভাষচন্দ্র বসুকে চাক্ষুষ দেখার স্মৃতি। থিয়েটার, ছবির পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশনের ধারাবাহিকেও। ‘মছলিবাবা’র পাশাপাশি ‘পাতালঘর’-এ তাঁর অভিনীত ‘অপয়া’ চরিত্রটি বাংলা ছবির জগতে স্মরণীয় হয়ে থাকবে। তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আলীনগরের গোলকধাঁধা’।