বানান ভুল, ব্রাত্য ‘ডিকশনারি’
RBN Web Desk: পরিচালকের নামের বানান ভুল। তাই গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়ল ‘ডিকশনারি’। বুদ্ধদেব গুহর দুটি কাহিনী অবলম্বনে ব্রাত্য বসু পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরত জাহান, আবির চট্টোপাধ্যায় ও মোশারফ করিম।
২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে বাংলা থেকে আমন্ত্রিত হয়েছে মোট পাঁচটি ছবি। তালিকায় ছিল ব্রাত্যর ‘ডিকশনারি’ও। তবে শেষ মুহূর্তে এই ছবির প্রদর্শন বাতিল করা হয়।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
সংবাদমাধ্যমকে ব্রাত্য জানিয়েছেন, সংগঠকদের তরফে তাঁকে ইমেল করে জানানো হয় যে ছবির প্রদর্শন সংক্রান্ত কাগজে পরিচালকের নামের বানান ভুল ছিল। ইংরেজিতে ব্রাত্যর নামের বানানে ‘B’-এর জায়গায় ‘D’ লেখা ছিল। তাই উৎসব কর্তৃপক্ষ ছবিটি বাতিল করেছেন। ‘ডিকশনারি’র পরিবর্তে অন্য কোনও ছবি পাঠাতে বলা হয় তাঁকে। তবে তিনি তা খারিজ করে দিয়েছেন। নামের বানান ভুল স্রেফ এক অজুহাত বলে মনে করছেন ব্রাত্য। তাঁর অভিযোগ, আসল কারণ রাজনৈতিক।
উল্লেখ্য, গোটা দেশ থেকে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৪টি ছবি আমন্ত্রিত হয়েছে। তার মধ্যে বাতিল হয়েছে শুধুমাত্র ‘ডিকশনারি’।