এবার হিন্দিতে দেবের ‘চ্যাম্প’
RBN Web Desk: এবার হিন্দিতে মুক্তি পেতে চলেছে দেবের ‘চ্যাম্প’। এই ছবি দিয়েই তাঁর অভিনয়জীবন শুরু করেন রুক্মিণী মৈত্র। রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবিতে এক বক্সিং কোচের ভূমিকায় ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা সরকার, কমলেশ্বর মুখোপাধ্যায় ও সুপ্রিয় দত্ত।
দেব আজ জানিয়েছেন যে ‘চ্যাম্প’ তিনি হিন্দিতে নিয়ে আসতে চলেছেন। তবে এটি হিন্দি রিমেক নয়। বাংলা ছবিটি হিন্দিতে ডাবিং করে তাঁর নিজের ইউটিউব চ্যানেলে আনছেন দেব। সারা ভারতের দর্শকের কাছে পৌঁছতে ইউটিউবকেই হাতিয়ার করলেন তিনি।
আরও পড়ুন: ভাঁড়ে পরিণত হলো টেনিদা
সম্প্রতি হিন্দিতে মুক্তি পেয়েছে জিৎ ও সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত ‘চেঙ্গিস’। বাংলার বাইরে ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। প্রেক্ষাগৃহে হিন্দিতে কোনও ছবি মুক্তি করার আগে দেব তাই বাজার যাচাই করে নিতে চাইছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ছবি: RBN আর্কাইভ