একটিমাত্র প্রেক্ষাগৃহে ‘দ্য কেরালা স্টোরি’

RBN Web Desk: পশ্চিমবঙ্গের একটিমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’। সম্প্রতি কলকাতায় এসে ছবিটির পরিচালক সুদীপ্ত সেন অভিযোগ করেন যে সুপ্রিম কোর্ট নিযেধাজ্ঞা প্রত্যাহার করার নির্দেশ দিলেও রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন না করার হুমকি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ৫ মে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির কয়েকদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের ওপর নিযেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গ সরকার। নিযেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্মাতারা। ১৮ মে শুনানির পর ছবিটির উপর থেকে নিযেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি, ছবিটির দাবি তথ্যভিত্তিক নয়, এরকম একটি ডিসক্লেমার যোগ করার নির্দেশও দেয় আদালত।

আরও পড়ুন: পাল্প ফিকশন লেখক শ্রীস্বপনকুমারের ভূমিকায় পরাণ

ছবির উপস্থাপক বিপুল অমৃতলাল শাহ অভিযোগ করেছিলেন যে প্রেক্ষাগৃহের মালিকদের রীতিমতো ভয় দেখানো হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে তাঁরা আবারও আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

তবে হলমালিকদের একাংশের দাবি, ১৯ মে একাধিক ছবি মুক্তি পেয়েছে। কয়েকটি ছবি দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চলেছে। গরমের ছুটিতেও বেশ কয়েকটি বাংলা ও হিন্দি ছবি মুক্তি পাওয়ার কথা। তাই এসব ছবির মাঝে ‘দ্য কেরালা স্টোরি’কে ক’টা শো দেওয়া যাবে তাই নিয়ে তাঁরা সন্দেহ প্রকাশ করেন।

সূত্রের খবর বনগাঁর একটি সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। প্রতিটি শো-ই প্রায় হাউজ়ফুল হচ্ছে বলে দাবি করেছেন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *