বড়দিনের লড়াইয়ে জমি ছাড়বেন না সোহম-দেব

RBN Web Desk: দুষ্টের দমন আর শিষ্টের পালন। পৃথিবীর প্রায় সব রূপকথা এই গল্পই শুনিয়ে এসেছে এতদিন। আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ—বাস্তব যাই হোক না কেন— চিরকাল তেমনই চেয়ে এসেছে। তাদের কাছে স্বপ্ন মানেই একটা পরিষ্কার সাফসুতরো সমাজের ছবি। তবে তেমন সচরাচর ঘটে না। কোনও না কোনও অপরাধচক্র ষড়যন্ত্র করে চলে সরল নিরীহ মানুষের বিরুদ্ধে। আর নিজেদের অজান্তেই তারা সেই মুষ্টিমেয় কিছু লোকের হাতের ঘুঁটিতে পরিণত হয়। এমনই এক কাহিনি নিয়ে আসছে অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘প্রধাণ’। অভিনয়ে রয়েছেন দেব, সোহম চক্রবর্তী, পরান বন্দোপাধ্যায়, মমতা শঙ্কর, সৌমিতৃষা কুন্ডু, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, বিশ্বনাথ বসু, দেবাশিস মন্ডল, সুজন মুখোপাধ্যায়। 

ছবির মুক্তি নিষ্কণ্টক নয়। তবু বড়দিনের লড়াইয়ে জমি ছাড়বেন না দেব। একই সময় সর্বভারতীয় স্তরে মুক্তি পাচ্ছে দুটি বড় ব্যানারের ছবি। আবার বাংলায় একইদিনে প্রেক্ষাগৃহে আসছে মিঠুন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার অভিনীত ‘কাবুলিওয়ালা’। এসব নিয়ে খুব চিন্তিত নন দেব। “আমরা জায়গা ছেড়ে দিলে বাংলা ছবি কোনওদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ভয় পেয়ে পিছু হটতে আমি রাজি নই,” স্পষ্ট জানালেন তিনি। 

আরও পড়ুন: আবারও বাংলা ছবিতে রাখী

ছবি প্রসঙ্গে তিনি জানালেন, “দারুণ গল্প। সেটাই আমার সবথেকে ভালো লেগেছে। আর এই ছবির জন্য ইন্ডাস্ট্রির এতজন গুণী অভিনেতাকে আমরা একসঙ্গে পেয়েছি। যে পরিশ্রম আমরা ‘প্রজাপতি’ বা ‘টনিক’ এর ক্ষেত্রে করেছি তার চেয়ে কোনও অংশে কম তো নয়ই, বরং বেশিই করা হয়েছে এই ছবির ক্ষেত্রে। তাই আশা করব অন্য সব ছবির পাশাপাশি বাঙালি দর্শক ‘প্রধাণ’ অবশ্যই দেখবেন।” 

এর আগে ২০১৫ সালে ‘শুধু তোমারই জন্য’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দেব ও সোহম। ‘প্রধাণ’-এ আবার দুজনকে এক ফ্রেমে দেখা যাবে। ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহম। ট্রেলার মুক্তিতে দুজনেই বন্ধুত্বের বার্তা দিলেন।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

দেব জানালেন, “সোহম চাইলে এই ছবিটা না করতেই পারত। কিন্তু আমার একটামাত্র ফোনে ও হ্যাঁ বলেছে। হয়তো বন্ধুত্বের খাতিরেই। আমি এটা মনে রাখব। সিনেমার প্রতি ভালোবাসা না থাকলে এটা হয় না। এই ছবি থেকে সোহম কী পেয়েছে সেটা জানি না, তবে সোহমকে এই ছবিতে পেয়ে আমরা অনেক কিছু পেয়েছি এটা বলতে পারি।” 

সোহম জানালেন, “দেবের সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। ছবিতে যে রসায়ন আমাদের মধ্যে দেখা যাবে সেটা বাস্তবের। ক্যামেরার পিছনে দেবের সঙ্গে আমার যে সম্পর্ক, বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক সেটাই প্রতিফলিত হয়েছে। বলা হয় ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না। তবে আমরা দুজনে বলতে পারি, হ্যাঁ হয়। আমি গল্পটা শুনে মুগ্ধ হয়েছিলাম। এছাড়া এই ছবিতে যাদের সঙ্গে অভিনয় করতে হয়েছে প্রত্যেকের সঙ্গে কাজ করে আমি আপ্লুত। এই ছবিটা আমার কাছে একটা বড় প্রাপ্তি।”  

২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘প্রধাণ’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *