আবারও বাংলা ছবিতে রাখী

RBN Web Desk: আবারও বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রাখী গুলজ়ার। তাঁকে শেষ দেখা গিয়েছিল গৌতম হালদার পরিচালিত ছবি ‘নির্বাণ’-এ। ২০১৯ সালে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়র হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চার বছর পর আবার বড় পর্দায় আসতে চলেছেন রাখী।

পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘আমার বস’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে থাকছেন রাখী। শিবপ্রসাদ আজ নিজেই জানিয়েছেন এ কথা। তিনি ও রাখী ছাড়াও এ ছবিতে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: জমজমাট, তবু অনেক ফাঁক রয়ে গেল

বাংলা ছবি দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন রাখী। তাঁর প্রথম ছবি ছিল ‘বধূ বরণ’। এরপর ‘বাঘিনী’, ‘অনুসন্ধান’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেন তিনি। বিতর্কিত ‘পরমা’র নামভূমিকায় ছিলেন রাখী। তবে বাঙালি দর্শক তাঁকে বেশি মনে রেখেছে ঋতুপর্ণ ঘোষের ছবি ‘শুভ মহরৎ’-এর জন্য। ছবিটির জন্য জাতীয় পুরস্কার পান রাখী।

ছবি: ইনডালজ এক্সপ্রেস




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *