শাশ্বতকে এমন লুকে আগে দেখা যায়নি: জয়দীপ
RBN Web Desk: ব্যারিস্টার পিকে বসুর চরিত্রে একেবারে আলাদা লুকে আসতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। নারায়ণ সান্যালের গল্প অবলম্বনে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কাঁটায় কাঁটায়’ (Kaantaye Kaantaye) ওয়েব সিরিজ়ে দেখা যাবে তাঁকে। তবে শাশ্বত এখানে চেনা লুকে থাকছেন না।
এই লুকের কি বিশেষ কোনও কারণ আছে?
“কারণ সেরকম কিছু নেই,” রেডিওবাংলানেট-কে বললেন জয়দীপ, “তবে আমরা শাশ্বতর ওপরে বেশ কয়েকটা লুক ট্রাই করেছিলাম। ও এতরকম চরিত্রে অভিনয় করেছে যে প্রায় সবরকম লুকে কোথাও না কোথাও ওকে দেখা গেছে। এই লুকটায় এসে মনে হলো এভাবে ওকে আগে কখনও দেখা যায়নি। তাই এটাই ফাইনাল করা হয়।”
আরও পড়ুন: ভুয়ো খবর খণ্ডন করলেন নুসরত
কখনও ‘একেন’ কখনও ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’, কখনও আবার পিকে বসুকে নিয়ে ‘কাঁটায় কাঁটায়’। আর কী-কী চমক রয়েছে জয়দীপের ঝুলিতে?
“আসলে আমি থ্রিলার করতে ভালোবাসি। খুব প্রিয় জনরা আমার। তবে যেটা আমি করতে চাইছি সেটা প্রযোজক চাইছেন কিনা সেটাও একটা বড় ব্যাপার। এর আগে তো আমি প্রেমের গল্প নিয়েও কাজ করেছি,আবার থ্রিলারও করেছি। তবে যে ধরনের গল্প নিয়েই কাজ করি না কেন সেটাকে আগে আত্মস্থ করা খুব জরুরি। সবরকম কাজ করতেই আগ্রহ আছে, তবে হ্যাঁ থ্রিলার আমার কাছে একটু বেশি প্রিয়,” বললেন জয়দীপ।
ছবি: প্রতিবেদক