বছরে একটা করে থ্রিলার হয়ত আমাকে বানাতেই হবে: সৃজিত
কলকাতা: দর্শকের দাবী, তাই বছরে একটা করে থ্রিলার হয়ত তাঁকে বানাতেই হবে, এমনটাই বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ১২ এপ্রিল মুক্তির পর সৃজিতের সাম্প্রতিকতম ছবি ‘ভিঞ্চিদা’ ৫০ দিন অতিক্রম করতে চলেছে ১ জুন। থ্রিলার ঘরাণায় ‘ভিঞ্চিদা’ সৃজিতের তৃতীয় ছবি। এর আগে ‘বাইশে শ্রাবণ’ (২০১১) ও ‘চতুষ্কোণ’ (২০১৪) পরিচালনা করেছিলেন তিনি।
আজ শহরে ‘ভিঞ্চিদা’ মুক্তির ৫০ দিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সৃজিত সংবাদমাধ্যমকে জানালেন, “ছবি হিসেবে থ্রিলারকেই আমি অগ্রাধিকার দেব। তবে তার মানে এই মানে নয় যে আমি একই ধরণের ছবি পরিচালনা করে যাব। বিভিন্ন ধরণের বিষয় নিয়ে কাজ করতে ভালোবাসি আমি। ‘অটোগ্রাফ’ থেকে শুরু করে এখনও অবধি যতগুলো ছবি করেছি, সবকটাতেই বিষয়বস্তুর বৈচিত্র্য ছিল এবং আগামী দিনেও তাই থাকবে।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
গত এক বছরে সৃজিতের পরিচালনায় প্রায় সবকটি ছবিই সফল। ‘শাহজাহান রিজেন্সি’ বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও, দর্শকের একাংশের ভালো লেগেছে, আর সুপারহিটের তকমা পেয়েছে ‘উমা’ এবং ‘এক যে ছিল রাজা’।
“যে কোনও কারণেই হোক বাংলার দর্শক থ্রিলার দেখতে বেশি পছন্দ করেন। ‘ভিঞ্চিদা’ দেখার পর তাঁরা নিজে আমাকে এ কথা বলেছেন। ছবিটা বিভিন্ন ফেস্টিভালে এমন কি বিদেশেও প্রশংসিত হয়েছে এবং ব্যবসায়িক দিক থেকেও সফল। বাংলা ছবির ক্ষেত্রে এটাই সবথেকে বড় আশার কথা,” বললেন সৃজিত।
যে জন থাকে মাঝখানে
এদিকে নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে সৃজিতের পরবর্তী ছবি ‘গুমনামী’র মহরৎ হয়ে গেল গতকাল। ‘গুমনামী’র দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। “এই ছবি নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে ‘গুমনামী’কেও একটা ঐতিহাসিক থ্রিলার বলাই যায়,” জানালেন সৃজিত।
ছবি: রাজীব মুখোপাধ্যায়