রবীন্দ্রনাথ থেকে সুমন, নিয়ে আসছে স্ক্র্যাপবুক
কলকাতা: রবীন্দ্রনাথ থেকে কবীর সুমন। বাংলা গানের এই বিশাল ব্যাপ্তি নিয়ে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে স্ক্র্যাপবুক। পাঁচটি অনুষ্ঠানের একটি সিরিজ় আয়োজন করেছে এই বাংলা গানের দল। তারই দ্বিতীয় অনুষ্ঠান আয়োজিত হবে শহরে ২০ এপ্রিল সন্ধ্যায় গ্যালারি গোল্ড-এ।
রিমিতা মুখোপাধ্যায়, শৌর্যদীপ সান্যাল ও স্বরূপ দাসকে নিয়ে তৈরি স্ক্র্যাপবুক। রিমিতা জানালেন, “রবীন্দ্রনাথ থেকে শুরু করে কবীর সুমনের সৃষ্টি, বাঙালির ভালোলাগার অনেক গানই আমরা শোনাব সেদিন। এছাড়াও থাকবে আমাদের ছোটবেলার কিছু চিরস্মরণীয় গান।”
সত্যজিতের ছোটগল্পের নামভূমিকায় বোমান ইরানি
এই সিরিজ়ের প্রত্যেকটি অনুষ্ঠানেই কোনও না কোনও চমক থাকবে, জানালেন স্ক্র্যাপবুকের সদস্যরা। এর আগেও শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করেছে স্ক্র্যাপবুক। বাংলা গান নিয়েও নিরন্তর পরীক্ষানিরীক্ষা করে চলেছে এই দলটি।
1