জমজমাট রবিবারে হাজির পাঁচ তারকা দিদি
RBN Web Desk: পাঁচ তারকা দিদিদের সঙ্গে নতুন পর্ব নিয়ে হাজির ‘দিদি নম্বর ওয়ান’। সন্দীপ্তা সেন, সায়নী ঘোষ, সোনালী চৌধুরী এবং মানসী চৌধুরীকে নিয়ে জমজমাট এক সন্ধ্যার আয়োজন করেছেন সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। সিনেমা ও টেলিভিশনের পর্দায় যে সকল অভিনেত্রীদের অভিনয় দেখে আমজনতা মুগ্ধ, এবার তাঁদের মধ্যে লড়াই।
করোনা ভাইরাসের কারণে লকডাউন শুরু হওয়ায় ১৭ মার্চ থেকে বন্ধ ছিল টেলিভিশন ধারাবাহিকের শুটিং। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ১১ জুন থেকে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় কাজ। কিন্তু রিয়েলিটি শো-এর ক্ষেত্রে দর্শকের উপস্থিতি বাধ্যতামূলক। এর ফলে জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রিয়েলিটি শো-এর শুটিংয়ের অনুমতি তখনও মেলেনি।
আরও পড়ুন: উদ্যোগী সৌমিত্র, নতুন দায়িত্বে শান্তিলাল
৬ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলচ্চিত্র ও টেলিভিশন চ্যানেল সংগঠনগুলির বৈঠকের পর কিছু শর্তসাপেক্ষে রিয়েলিটি শো-এর শুটিং শুরু হয়। প্রয়োজনীয় সমস্ত নিয়ম মেনে ১১ জুলাই থেকে শুরু হয় রিয়েলিটি শো-এই শুটিং। এটি ‘দিদি নম্বর ওয়ান’-এর অষ্টম সিজ়ন।
আগামীকাল রাত ৯.৩০টায় সম্প্রচারিত হবে ‘দিদি নম্বর ওয়ান’-এর এই বিশেষ পর্ব।