বন্ধ হওয়ার মুখে ‘সৌদামিনীর সংসার’
RBN Web Desk: বন্ধ হওয়ার মুখে ‘সৌদামিনীর সংসার’। প্রায় দু’বছর ধরে চলা এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। সূত্রের খবর, চ্যানেলের তরফ থেকেই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
টেলিপাড়া সূত্র থেকে জানা যাচ্ছে যে ৪ ফেব্রুয়ারি এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়ে গিয়েছে। সেই পর্বটি ১২ ফেব্রুয়ারি সম্প্রচার করা হবে। তবে ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্বের শুটিং হয়ে যাওয়ার পর কলাকুশলীদের জানানো হয়। কান্নায় ভেঙে পড়েন অনেকেই।
আরও পড়ুন: অপর্ণার নতুন ছবিতে কঙ্কনা, অর্জুন রামপাল
কী কারণে এমন সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ?
সম্ভবত পড়তি রেটিংয়ে কারণেই ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবাংশু ভট্টাচার্য পরিচালিত ‘সৌদামিনীর সংসার’ দর্শকমনে জায়গা করে নিয়েছিল। তাই আচমকা এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।