প্রথম দশে, তবু বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’
RBN Web Desk: টিআরপি অপরিবর্তিত থাকলেও বন্ধ হতে চলেছে বাংলা ধারাবাহিক ‘মেয়েবেলা’। মাত্র পাঁচ মাসেই ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেলের বিরোধের কারণেই শেষ হচ্ছে ধারাবাহিকটি। আগে সন্ধ্যা সাতটার প্রাইম টাইম স্লটে দেখানো হতো ‘মেয়েবেলা’। তার পরিবর্তে বিকেল পাঁচটার স্লটে বড় বাজেটের এই ধারাবাহিকটি দেখাতে নারাজ প্রযোজনা সংস্থা। তাছাড়া রিপিট টেলিকাস্টের কোনও স্লটও দেওয়া হয়নি ‘মেয়েবেলা’কে।
এরই মাঝে এ সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে ‘মেয়েবেলা’। তবে প্রথম পাঁচ রয়েছে অপরিবর্তিত। এবারও প্রথম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। সেখানে ‘মেয়েবেলা’ রয়েছে দশম স্থানে।
আরও পড়ুন: কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে পরাণের বদলে দীপঙ্কর
‘মেয়েবেলা’র পরিচালক সুমন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এত তাড়াতাড়ি ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তিনি ভাবেননি।
আজই শেষবারের মতো শ্যুটিং হলো ধারাবাহিকটির।
২৩ জুন দেখা যাবে ‘মেয়েবেলা’র শেষ পর্ব।