শাকিবের সঙ্গে হাত মেলালেন নাবিলা ও মিমি
RBN Web Desk: রাজনীতির ময়দান থেকে সরে যাওয়ার পর এবার ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। গতবছরই বাংলাদেশের পরিচালক রায়হান রাফি (Raihan Rafi) ‘তুফান’ (Toofan) ছবিটি ঘোষণা করেন। তখনই জানা গিয়েছিল ছবির মুখ্য ভূমিকায় থাকছেন শাকিব খান (Shakib Khan)। তবে দুই প্রধান নারী চরিত্রে কারা থাকবেন সেই নিয়ে নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি। এবার সেই দুই চরিত্রেই দেখা যাবে এপার বাংলার মিমি ও ওপার বাংলার মাসুমা রহমান নাবিলাকে (Masuma Rahman Nabila)। এই প্রথমবার শাকিব এবং নাবিলার সঙ্গে কাজ করতে চলেছেন মিমি।
বাংলাদেশের জনপ্রিয় তরকা শাকিব। অন্যদিকে ‘আয়নাবাজি’ ছবিতে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন নাবিলা। এপারের বাংলা ছবিতে মিমিও যথেষ্ট জনপ্রিয় নাম। পরিচালক রাফির ছবি ‘সুড়ঙ্গ’ গতবছর দুই বাংলাতেই মুক্তি পেয়েছিল।
আরও পড়ুন: আবারও বাংলা ছবিতে রাহুল বসু
“কাজের জন্য হোক বা বেড়াতে, বাংলাদেশ আমার কাছে বরাবরই খুব পছন্দের জায়গা। তাছাড়া সুপারস্টার শাকিবের সঙ্গে কাজ করার জন্য আলাদা একটা আগ্রহ তো রয়েইছে। একটু অন্যরকম কিছু দর্শকদের উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছি আমি,” বললেন মিমি।
ছবি প্রসঙ্গে নাবিলা জানালেন, “দীর্ঘ বিরতির পর কাজে ফিরতে খুব ভালো লাগছে। আপাতত মন দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি।”