নভেম্বরেই ঘোষণা প্রসেনজিতের?
RBN Web Desk: একাধিক ছবির কাজে ব্যস্ত তিনি। পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্ত। কয়েকটি হিন্দি ওয়েব সিরিজ় নিয়েও কথাবার্তা চলছে। এরই মাঝে পরিচালনায় আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন ছবি পরিচালনা করতে খুবই আগ্রহী তিনি। পছন্দমতো কাহিনির অভাবে তা এতদিন আটকে ছিল। তবে এবার কোমর বেঁধে নামছেন তিনি। সম্ভবত নভেম্বরেই এ সংক্রান্ত ঘোষণা করতে চলেছেন প্রসেনজিৎ।
আরও পড়ুন: হুইস্কিতে আপত্তি, বিজয় পোদ্দার বোর্নভিটা খেলে সেটা বাংলার সঙ্গে
সম্প্রতি ‘জুবিলি’ ও ‘স্কুপ’ সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির শ্যুটিং শীঘ্রই শুরু হওয়ার কথা।