১৫ বছর এগিয়ে যাবে কাহিনী, মুখ্য চরিত্রে ফিরছেন প্রত্যুষা
RBN Web Desk: নতুন মোড় আসতে চলেছে ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’ ধারাবাহিকে। টিআরপি তালিকায় আরও ভালো নম্বর ঘরে তোলার লক্ষ্যে এবার এই ধারাবাহিকের কাহিনী এগিয়ে নিয়ে যাওয়া হবে ১৫ বছর, আর গুড়িয়ার চরিত্রে এবার থেকে অভিনয় করতে দেখা যাবে প্রত্যুষা পালকে। এতদিন ছোট্ট গুড়িয়ার ভূমিকায় অভিনয় করছিলেন পৃথা ঘোষ আর অভিরূপ সেন ছিলেন গুড্ডুর চরিত্রে।
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ প্রত্যুষা। এর আগে ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকে লক্ষ্মীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও প্রত্যুষা অভিনয় করেছেন ‘তবু মনে রেখো’, ‘কানামাছি’ ও ‘রেশম ঝাঁপি’র মত বিপুল জনপ্রিয় মেগা-ধারাবাহিকে। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ঠাকুমার ঝুলি’র ‘মধুমালা’ গল্পের নাম ভূমিকাতেও কাজ করেছেন এই অভিনেত্রী।
ভালো আছেন প্রতুল মুখোপাধ্যায়, গাইলেন ‘আমি বাংলায় গান গাই’
সংবাদমাধ্যমকে প্রত্যুষা জানালেন, দর্শক হামেশাই জিজ্ঞেস করতেন, কেন তাঁকে আবার কোনও মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে না? তাই তাঁদের কথা ভেবেই আবার মেগা-ধারাবাহিকে ফিরছেন তিনি, দাবী প্রত্যুষার।