অঞ্জন দত্তের ছবিতে তনুশ্রী
RBN Web Desk: অঞ্জন দত্তের ছবিতে অভিনয় করতে চলেছেন তনুশ্রী চক্রবর্তী। নিজের লেখা ডিটেকটিভ ড্যানি সিরিজ়ের একটা কাহিনী নিয়েই ছবি করতে চলেছেন অঞ্জন। সেই ছবির অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে। এই প্রথম অঞ্জনের সঙ্গে কাজ করবেন তিনি।
এর আগে ‘ডিটেকটিভ ড্যানি আইএনসি’ ওয়েব সিরিজ়টি পরিচালনা করেছিলেন অঞ্জন। নামভূমিকায় তিনি থাকলেও, সিরিজ়টির কেন্দ্রীয় চরিত্র সুব্রত শর্মার ভূমিকায় অভিনয় করেছিলেন সুপ্রভাত দাস। ছবিতেও একই চরিত্রে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
বড়পর্দায় ড্যানিকে নিয়ে ছবির শুটিং হবে দার্জিলিংয়ে। অঞ্জনের দাবি, দার্জিলিংয়ের অন্ধকার দিক উঠে আসবে তাঁর ছবিতে। এভাবে এই বিখ্যাত শৈলশহরকে আগে কোনও ছবিতে দেখা যায়নি বলে মনে করেন তিনি।
পুজোর পর শুরু হবে ছবির শুটিং।
ছবি: গার্গী মজুমদার