লিউকোমিয়া আক্রান্তের চিকিৎসার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান
RBN Web Desk: সম্প্রতি কলকাতার জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হলো অমৃতা সেনগুপ্ত ও অর্ণব দত্ত নিবেদিত এবং প্রয়াস গোষ্ঠীর আয়োজিত সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। শুধু বিনোদন নয়, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল লিউকোমিয়ার মতো দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল রোগের সঙ্গে মোকাবিলা করতে প্রাপ্ত অর্থের একাংশ আক্রান্ত অভিনব দাসের চিকিৎসার জন্য সাহায্য করা।
কোভিড যোদ্ধাদের সম্মান জানিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন নৃত্যশিল্পী অলকানন্দা রায় ও রাজীব ধর, দেবাশিষ কুমার, দেবযানী কুমার, সীমন্তি দাসরা।
আরও পড়ুন: আবারও মোদীর বায়োপিক, থাকতে পারেন সুদীপ
প্রায় ২০জন বিশেষভাবে সক্ষম শিশুশিল্পীর নৃত্য পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সঙ্গীত পরিবেশন করেন ওম। সবশেষে ছিল নৃত্য-গীতিআলেখ্য ‘কৃষ্ণমাধুরী’। নেপথ্যসঙ্গীতে ছিলেন চন্দ্রাবলী রুদ্র দত্ত, দীপাবলি দত্ত, সুব্রত মুখোপাধ্যায় ও দীপায়ন বন্দ্যোপাধ্যায়। নাচে ছিলেন অভিরূপ সেনগুপ্ত, দেবলীনা কুমার, কোয়েল ডালমিয়া ও প্রয়াসের নৃত্যশিল্পীরা। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অভিরূপ সেনগুপ্ত।
অনুষ্ঠান শেষে অভিনবর বোনের হাতে সংস্থার পক্ষ থেকে সাম্মানিক তুলে দিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “অভিরূপ সবসময়ই কোনও না কোনও ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করে। তাই আমি সবসময় ওর পাশে থাকার চেষ্টা করি। ও এরকম ভাবেই আরও অনেক কাজ করুক এটাই চাই।”