কলকাতায় শরমন, বিদিতা
RBN Web Desk: ভারতীয় সেনাদের জীবন নিয়ে হিন্দিতে এর আগেও অনেক ছবি তৈরি হয়েছে। তবে একজন সেনার ব্যক্তিগত জীবন ও তার পরিবারের ওপর যে ঝড়ঝাপটা বয়ে যায়, সেই নিয়ে খুব বেশি ছবি হতে দেখা যায় না। পরিচালক আরিয়ান সক্সেনার ছবি ‘ফৌজি কলিং’ সেই বিষয়ের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। অভিনয়ে রয়েছেন শরমন জোশী, বিদিতা বাগ, রানঝা বিক্রম সিং, মুগ্ধা গডসে ও জ়রিনা ওয়াহব। সম্প্রতি কলকাতায় ছবির প্রচারে এসেছিলেন শরমন ও বাংলার মেয়ে বিদিতা। এর আগে দিল্লিতে ছবির ট্রেলার প্রকাশ করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
“ভারতীয় সেনাদের বীরত্ব ও শৌর্য নিয়ে আমরা অনেক ছবি দেখেছি। যেভাবে তাঁরা আমাদের দেশকে রক্ষা করে, সেই গল্প বহু ছবিতে ঘুরে ফিরে এসেছে। কিন্তু একজন সেনার সঙ্গে তাঁর পরিবারকে কতটা ত্যাগ করতে হয়, তাদের জীবন কীভাবে কাটে, কতটা বলিদান তাদেরকেও দিতে হয়, সেই নিয়েই এই ছবি” জানালেন শরমন।
আরও পড়ুন: ‘নৈবেদ্য’ নিয়ে এলেন মেখলা
ছবির অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিদিতা। এর আগে বেশ কিছু হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। তিনি জানালেন, “এটা যুদ্ধের ছবি নয়, বরং ফ্যামিলি মুভি বলা চলে। আর কিছুদিনের মধ্যেই ছবিটা আসছে। কোভিড পরবর্তী সময়ে এক বছর পর আবার প্রেক্ষাগৃহে ছবি আসছে, খুবই ভালো লাগছে। এটাই বলব যে সকলে নিয়ম মেনে ছবিটা দেখুন। এই ছবিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।”
ছবির গল্প লিখেছেন আরিয়ান, সম্পাদনায় আছেন প্রভীন আংরে।
১২ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ফৌজি কলিং’।