থাকছেন না সঞ্জয় দত্ত
RBN Web Desk: কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Welcome to the Jungle) নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। তার একটি কারণ যদি অক্ষয় কুমার (Akshay Kumar) হন, অন্যটি অবশ্যই সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তবে শোনা যাচ্ছে আহমদ খান পরিচালিত এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন সঞ্জয়। ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিশা পাটনী (Disha Patani) ও ফরিদা জলাল (Farida Jalal)।
সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন সঞ্জয়। তবে এও শোনা যাচ্ছে চিত্রনাট্যের বেশ কিছু জায়গা নিয়ে নির্মাতাদের সঙ্গে সঞ্জয়ের মতবিরোধ হয়। তাছাড়া শ্যুটিংয়ের শিডিউলও সঞ্জয়ের সঙ্গে মেলেনি। তাই ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয়।
আরও পড়ুন: বাংলাদেশি থ্রিলারে স্বস্তিকা
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর জন্য নাকি ১৫ দিনের শুটিং করেও ফেলেছিলেন সঞ্জয়। তবে ছবিটি ছেড়ে দেওয়ার আগে অক্ষয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।