২২ সপ্তাহের দৌড় শেষ, নেমে গেল কৃষ্ণকলি
RBN Web Desk: টানা ২২ সপ্তাহ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক আরবান ১৫+ তালিকায় এক নম্বর স্থান দখল করে রাখার পর অবশেষে নেমে গেল শ্যামা মেয়ের গল্প কৃষ্ণকলি। এ সপ্তাহের তালিকায় পয়লা নম্বরে উঠে এল করুণাময়ী রাণী রাসমণি।
তবে অন্য চমকও রয়েছে এবারের তালিকায়। তিনটি হেভিওয়েট ধারাবাহিক রয়েছে চতু্র্থ স্থানে যা আগে কখনও হয়নি। ষষ্ঠ স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক। এছাড়াও সম্প্রচার শুরুর প্রথম সপ্তাহেই টিআরপি তালিকার একেবারে সপ্তম স্থানে আত্মপ্রকাশ করল রানু পেল লটারি। ধারাবাহিকটির গতিপ্রকৃতি দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, আর কয়েক সপ্তাহেই সেরা পাঁচে উঠে আসার প্রবল সম্ভাবনা রানু পেল লটারি-এর। নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলোর মধ্যে রানু পেল লটারি ও নকশিকাঁথা-এর অবস্থানই সবথেকে ভালো।
জসীমুদ্দিনের নকশী কাঁথা এবার বড় পর্দায়
সব মিলিয়ে এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১৩টি ধারাবাহিক এরকম।
১. করুণাময়ী রাণী রাসমণি (১২.৬)