আকবরের দিওয়ান-ই-আমে সিরাজ
RBN Web Desk: আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক আমি সিরাজের বেগম। সিরাজউদ্দৌলা ও লুৎফুন্নিসার প্রেম কাহিনী নিয়ে এগোবে গল্প। এছাড়াও দেখানো হবে সিরাজের বিরুদ্ধে মীরজ়াফর ও ঘসেটি বেগমের ষড়যন্ত্র, ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মিলিয়ে বাংলার শেষ স্বাধীন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা।
সম্প্রতি এক বেসরকারী বিনোদন চ্যানেলে শুরু হয়েছে এই ধারাবাহিকের প্রোমো। এই প্রোমো দেখে হয়ত অনেক দর্শকেরই ধারাবাহিকের সেটটি চেনা-চেনা ঠেকেছে, এবং তা একেবারেই ভুল নয়।
তৈরি হল না যে ঘরে বাইরে
প্রোমোতে সিরাজের হেঁটে আসা যেখানে দেখানো হয়েছে, সেই একই সেট ব্যবহার করা হয় পরিচালক আশুতোষ গোয়ারিকরের ২০০৮ সালের ছবি যোধা আকবর-এ। সেই ছবিতে আকবরের দিওয়ান-ই-আম দেখানোর জন্য এই সেট তৈরি করা হয়। ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ আগ্রা ফোর্টে এই ছবির শ্যুটিং করার অনুমতি দেননি গোয়ারিকরকে। তাই বাধ্য হয়েই তাঁকে মুম্বইয়ের এক স্টুডিয়োয় সেট তৈরি করে নিতে হয়। এছাড়াও আগ্রা ফোর্টের আরও বিভিন্ন অংশের সেট তৈরি করা হয় স্টুডিয়োতে।
দীপাবলির সময়ই ধারাবাহিকটির প্রধান চরিত্রদের নিয়ে প্রযোজনা সংস্থা পাড়ি দিয়েছিল মুম্বই। যোধা আকবর ছবির দিওয়ান-ই-আমে শ্যুট করা হয় প্রোমো। এছাড়াও বিভিন্ন দৃশ্য ক্যানবন্দী করা হয় যা ভবিষ্যতে বিভিন্ন পর্বের কাজে লাগবে।
যে মৃত্যু আজও রহস্য
আমি সিরাজের বেগম ধারাবাহিকে সিরাজের ভুমিকায় দেখা যাবে সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দোপাধ্যায়কে। লুৎফুন্নিসার চরিত্রে অভিনয় করেছেন পল্লবী দে। মীরজাফর ও ঘসেটি বেগমের চরিত্রে আছেন যথাক্রমে বাদশা মৈত্র ও চান্দ্রেয়ী ঘোষ।
ডিসেম্বর থেকে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার কথা।