প্রথমবার পরিচালনায় এলেন চন্দন, নামভূমিকায় পার্নো
কলকাতা: একটি অদ্ভুত মেয়ের কাহিনি যার নাম সুজ়ি। সেই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পার্নো মিত্র। প্রথমবার পরিচালনায় এসে অভিনেতা চন্দন রায় সান্যাল বেছে নিয়েছেন হরর-থ্রিলার ঘরানা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হলো তাঁর প্রথম ছবি ‘সুজ়ি কিউ’। গতকাল দুজনে সাংবাদিকদের মুখোমুখি হন। পার্নো ছাড়াও এই হিন্দি ভাষার ছবিতে রয়েছেন প্রকাশ ঝা, জয় ফার্নান্দেজ় ও চন্দন নিজে।
নিজের ছবিকে সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল হরর ডার্ক কমেডি বলে বর্ণনা করলেন চন্দন। ছবিতে ৪০ বছরের সুজ়ি (পার্নো) তার স্বামীকে খুন করে। পরবর্তীকালে তাকে কিছু হ্যালুসিনেশন ও ভৌতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়।
প্রথম ছবিতেই এরকম জটিল বিষয় বেছে নিলেন কেন?
“এটা লকডাউনের সময় লেখা গল্প,” বললেন চন্দন। “আমি নারীকেন্দ্রিক বিষয় ভালোবাসি। আমার মনে হয় এ দেশে নারীদের বিভিন্ন দিক কখনও সিনেমায় উঠেই আসেনি কারণ তাদের ভেবে গল্প লেখা হয় না। ৪০ বছর এমন একটা বয়স যেখানে একজন নারী সম্পূর্ণ হয়ে ওঠেন, অনেক কিছু করার ক্ষমতা রাখেন। এমনকী খুনও।”
আরও পড়ুন: ডেভিড হেয়ারের জীবনী প্রকাশ
চন্দনের মতে সমাজব্যবস্থা এমন একটা মিথ তৈরি করেছে যে কোনও মহিলাই ওই বয়সে পৌঁছতে চান না। মনে করা হয় বয়স বেড়ে গেলে মেয়েদের আর কিছু করার থাকে না। সেটা যে সঠিক নয়, সেটাই দেখাতে চেয়েছেন তিনি। একজন মধ্যবয়স্কা মহিলা কী করতে পারেন সেটাই দেখাবে তাঁর ছবি, দাবি তাঁর।
খুব অল্প সময়ের মধ্যে চিত্রনাট্য হাতে পেয়ে কাজ শুরু করতে হয়েছে বলে জানালেন পার্নো। “চিত্রনাট্য পড়ে আমার পছন্দ হয়। চন্দনকে জিজ্ঞাসা করি, কবে নাগাদ কাজ শুরু হবে। ও জানায়, দু’সপ্তাহের মধ্যে। এত তাড়াতাড়ি কাজ শুরু হবে আমি ভাবতে পারিনি। তাই খুব একটা প্রস্তুতির সময়ও পাইনি।”
এক প্রশ্নের উত্তরে পার্নো জানালেন, তিনি সবসময়েই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কঠিন চরিত্রের জন্য তিনি মুখিয়ে থাকেন।
ছবি: সুফল ভট্টাচার্য