বড়পর্দায় থ্রিলারে বনি বনাম সৌরভ
RBN Web Desk: বড়পর্দায় মুখোমুখি বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও সৌরভ দাস (Sourav Das)। সঙ্গে থাকছেন নবাগতা অমৃতা (Amrita)। ছবির নাম ‘ঝড়’ (Jhor)। পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যান্টনি জেন। এই প্রথমবার কোনও ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন বনি ও সৌরভ।
ছবির কাহিনি কী নিয়ে?
বনিকে এক শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। পরিচিত রোম্যান্টিক চরিত্রের বাইরে গিয়ে এক নতুন রূপে দেখা যাবে তাঁকে বলাই যায়। তাঁর অভিনীত চরিত্রের নাম মাইকেল। অন্যদিকে আবারও এক ধূসর চরিত্রে দেখা যাবে সৌরভকে। অভিনয় দক্ষতায় বরাবরই দর্শকের মন জয় করেছেন তিনি।
ছবির শুরু কালিম্পং শহরে এক সুন্দর সকালে। কলেজ পড়ুয়া জেন, মোনা, নসিফা ও শিখা থাকে হস্টেলে। গল্প শুরু হয় যখন মাইকেল জেনকে কালিম্পংয়ে নিয়ে আসে। ছাত্রীকে অভিভাবকের চোখেই দেখে মাইকেল। প্রয়োজনে ভরসার কাঁধ বাড়িয়ে দেয় নিজেই।
আরও পড়ুন: সব চরিত্র ক্রিমিনাল
কালিম্পংয়ে আসার কয়েকদিনের মধ্যেই কলেজে জেনের সঙ্গে সৌভিকের পরিচয় হয়। ধীরে-ধীরে তারা সম্পর্ক জড়িয়ে পড়ে। সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু জেনের কপালে বেশিদিন সুখ সইল না। এক ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে কোমায় চলে যায় জেন। কী ঘটেছিল সেদিন? অন্যদিকে মোনা ও নসিফা নিখোঁজ হয়ে যায়। কাহিনি যত এগোতে থাকে, বেড়ে চলে সাসপেন্স। গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে। এমন সময় আগমন হয় সৌরভ অভিনীত চরিত্রের।
আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনে দেবাশিস, প্রিয়াঙ্কা, বিবৃতি, সোহম
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রজতাভ দত্ত (Rajatava Dutta), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee), চন্দন সেন (Chandan Sen), তুলিকা বসু (Tulika Basu) ও লিজ়া গোস্বামী (Liza Goswami)।
পরিচালকের দাবি, ‘ঝড়’-এ টানটান উত্তেজনা ও সাসপেন্স থাকবে।
ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন সমিধ মুখোপাধ্যায় (Samidh Mukherjee)। কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হবে শুটিং।