গল্প চুরির অভিযোগ ওড়ালেন জুহি
RBN Web Desk: পরিচালক সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’র বিরুদ্ধে ওঠা গল্প চুরির অভিযোগ ওড়ালেন ছবির কাহিনীকার জুহি চতুর্বেদী। অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবির ট্রেলার প্রকাশের পর প্রয়াত লেখক রাজীব আগরওয়ালের পুত্র আকিরা অভিযোগ করেন ছবির প্লট তাঁর বাবার গল্প থেকে চুরি করা। সেই অভিযোগ খারিজ করে দিয়ে জুহি দাবি করেছেন তাঁদের টিম ও ছবির বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।
‘গুলাবো সিতাবো’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জুহি। এই প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ ও আয়ুষ্মানকে। অমিতাভ এর আগে সুজিতের ‘পিকু’তে অভিনয় করেছেন। অন্যদিকে আয়ুষ্মানের প্রথম ছবি ‘ভিকি ডোনর’ এর পরিচালক ছিলেন সুজিত।
আকিরার আইনজীবী রিজ়ওয়ান সিদ্দিকী জানিয়েছেন যে ২০১৮-এর মার্চে সর্বভারতীয় স্তরে একটি প্রতিযোগিতায় তাঁর চিত্রনাট্য জমা দেন রাজীব। সেই প্রতিযোগিতার একজন বিচারক ছিলেন জুহি। ছবির ট্রেলার মুক্তির পর আকিরার মনে হয় ‘গুলাবো সিতাবো’র কাহিনীর সঙ্গে তাঁর বাবার লেখা চিত্রনাট্যের মিল রয়েছে।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
“‘গুলাবো সিতাবো’ আমার নিজের লেখা গল্প এবং তার জন্য আমি গর্বিত,” সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন জুহি। “২০১৭ সালের শুরুর দিকে সুজিতের সঙ্গে এই গল্পের প্লট ও সম্ভাব্য অভিনেতা নিয়ে আমার আলোচনা হয়েছিল। সেই মতো ২০১৮-এর মে মাসে আমি গল্পের প্লট রেজিস্টার করাই। ২০১৮-এর ওই প্রতিযোগিতায় আমি বিচারক হিসেবে থাকলেও সেখানে আসা চিত্রনাট্য পড়ার কোনও সুযোগ আমার ছিল না। এ কথা ওই প্রতিযোগিতার সংগঠকরাও স্বীকার করেছে। দর্শকদের অনুরোধ করব কোনওরকম ভিত্তিহীন অভিযোগে কান না দিতে।”
বিনোদন জগতের সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল