ব্যোমকেশের দায়িত্বে বিরসা
RBN Web Desk: দেব যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তা এতদিনে সকলেরই জানা। বাংলা ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ হওয়া উপলক্ষে সম্প্রতি এমনই ঘোষণা করেছেন এই অভিনেতা। উত্তমকুমার থেকে শুরু করে শ্যামল ঘোষাল, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়কে এই চরিত্রে দেখা গেছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন দেব।
শরদিন্দুর ‘দুর্গরহস্য’ গল্পটি নিয়ে ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে অন্যান্য চরিত্রে কারা থাকবেন তা এখনও জানা যায়নি। ছবিটি কে পরিচালনা করবেন, তাও শুরুতে খোলসা করেননি দেব।
আরও পড়ুন: গোয়েন্দার অবতারে আসছেন করিনা
তবে শেষমেশ দেব পরিচালকের নাম জানিয়েছেন। এবার ব্যোমকেশের দায়িত্বে রয়েছেন বিরসা দাশগুপ্ত। এর আগে ২০১৫ সালে ‘শুধু তোমারই জন্য’ ছবিতে বিরসার পরিচালনায় কাজ করেছিলেন দেব।