ইন্দ্রনীল ঘোষের হিন্দী ছবিতে রঘুবীর

কলকাতা: ইন্দ্রনীল ঘোষের পরবর্তী ছবি ‘সিনিওলচু’তে অভিনয় করছেন রঘুবীর যাদব। হিন্দী ভাষায় তৈরি এই ছবির অনান্য চরিত্রে থাকছেন প্রেমকুমার প্রধান, রিয়া ভূজেল ও তিয়াশা। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায়। গতকাল শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির কলাকুশলীরা।

ছবির গল্প কী নিয়ে?

সিকিমের উচ্চতম পর্বতশৃঙ্গ সিনিওলচু। সেই রাজ্যের এক গ্রামে মধ্যবয়সী দাওয়ার বাস। পেশায় মুরগি প্রতিপালক দাওয়ার পেট চলে ডিম বিক্রী করে। আট বছর বয়সী মায়া তার একমাত্র বন্ধু। মায়ার সঙ্গে নানা সুখ দঃখের কথা ভাগ করে নেয় দাওয়া। গ্রামের প্রধান হঠাৎ একদিন মুরগি ও ডিম বিক্রীর উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর কী হয়, তাই নিয়েই ‘সিনিওলচু’।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

রঘুবীর জানালেন, “পাহাড়, জঙ্গল, পাহাড়ি জনপদ, সব মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশে আমরা শুটিং করেছি। দিনের বিভিন্ন সময়ে কাঞ্চনজঙ্ঘা, সিনিওলচুর একেক রূপ, মেঘ-রৌদ্রের খেলা, এ সব ভাষায় প্রকাশ করা যায় না। এই ছবির ইউনিটও দুর্দান্ত। আমার মনে হচ্ছিল আমরা পাহাড়ে বসবাস করতে গেছি। বিশ্বাস করুন, ফিরে আসতে ইচ্ছে করছিল না।”

ছবির অন্যান্য চরিত্রের শিল্পীরা স্থানীয়। সেই কারণেই ‘সিনিওলচু’ আরও বেশি বিশ্বাসযোগ্য হবে বলে মনে করেন ইন্দ্রনীল। এই ছবির বহু শিল্পী ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) গ্যাংটক কেন্দ্রের শিক্ষার্থী। রঘুবীর নিজে এনএসডি প্রাক্তনী। এই ছবির জন্য তিনি ছাত্রদের ওয়ার্কশপ করিয়েছেন বলে জানালেন ইন্দ্রনীল।

আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার

“শুটিংয়ের সময় আমি রঘুবীরজির ওপর নানারকমভাবে চাপ সৃষ্টি করেছি। উনি একবারও বিরক্ত হননি। সহ হাসিমুখে মেনে নিয়েছেন,” বললেন ইন্দ্রনীল।

“আসলে শেখার কোনও শেষ নেই,” বললেন রঘুবীর। “সেই এনএসডির প্রথম দিন থেকে আজ পর্যন্ত শিখেই চলেছি। ইন্দ্রনীল যেটাকে চাপ বলছে, আমি মনে করি সেটা অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করতে সাহায্য করে।”

ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। অভিনয়ের পাশাপাশি রঘুবীরের গলায় গানও থাকছে ছবিতে। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন শুভঙ্কর ভড়, সম্পাদনায় সুজয় দত্ত রায়।

প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘সিনিওলচু’কে পাঠানো হবে বলে জানালেন পরিচালক।

ছবি: প্রবুদ্ধ নিয়োগী




Like
Like Love Haha Wow Sad Angry
6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *