গোয়েন্দার অবতারে আসছেন করিনা
RBN Web Desk: গোয়েন্দার অবতারে পর্দায় ফিরছেন করিনা কাপুর খান। হনসল মেহতার নতুন ছবি ‘বাকিংহাম মাডার্স’-এ এই চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই প্রথম কোনও পুরোদস্তুর গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তাঁকে।
হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘মেয়ার অফ ইস্টটাউন’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করেছিলেন কেট উনস্লেট। তাঁর আদলে নির্মিত চরিত্রেই দেখা যাবে করিনাকে। সদ্য ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি।
আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা বলেছেন, ‘মেয়ার অফ ইস্টটাউন তাঁর ভীষণ পছন্দের একটি সিরিজ়। এই প্রথম পুলিশের গোয়েন্দা হিসেবে পর্দায় আসতে চলেছেন তিনি। চরিত্রটি করতে পেরে তিনি সত্যিই খুশি বলে জানিয়েছেন করিনা।
সুজয় ঘোষের একটি থ্রিলার ছবির শ্যুটিংও শেষ করেছেন করিনা। দার্জিলিং ও কালিম্পংয়ে হয়েছে শ্যুটিং। এই ছবির পরেই হনসলের নতুন ছবিতে সই করেছিলেন করিনা।