‘দ্য শেমলেস’ ভারতে শুট করা সম্ভব ছিল না: কনস্টানটিন

RBN Web Desk: এ বছর কান চলচ্চিত্র উৎসবের Un Certain Regard বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta)। কনস্টানটিন বোজ়নভের (Konstantin Bojanov) ‘দ্য শেমলেস’ (The Shameless) ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে এ পুরস্কার পেয়েছেন তিনি। ছবিটি দিল্লির প্রেক্ষাপটে হলেও একাধিক কারণে সেটি ভারতে শুট করা সম্ভব ছিল না বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক।

সংবাদমাধ্যমকে কনস্টানটিন জানিয়েছেন, তাঁদের বাজেট ছিল খুবই কম। করোনাকালের আগে হলে তবু না হয় চেষ্টা করে দেখা যেত। কিন্তু করোনা পরবর্তী সময়ে ভারতে ছবি প্রযোজনার খরচ কয়েকগুণ বেড়ে গেছে। সেটা তাঁদের সাধ্যের বাইরে ছিল। তাছাড়া কোনও আন্তর্জাতিক প্রযোজনার ক্ষেত্রে ছবির চিত্রনাট্যকে আগে ভারতের বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পেতে হয়। ভারতের বেশিরভাগ লাইন প্রোডাকশন সংস্থাই বলেছিল ছাড়পত্র পেতে অসুবিধা হবে। তাই ছবিটি নেপালে শুট করার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই

‘দ্য শেমলেস’ আদৌ ভারতে দেখা যাবে কিনা তাই নিয়েও সন্দিহান কনস্টানটিন। ছবিটির পক্ষে ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া কঠিন হবে বলেই মনে করেন তিনি। পেতে হলে হয়তো বহু দৃশ্য কাটছাঁট করতে হবে। তা করতে একেবারেই নারাজ বুলগেরিয়ার পরিচালক।

ছবি: আইএমডিবি




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *