ক্রিকেটারের বায়োপিকে অজয় দেবগন
RBN Web Desk: ফুটবলের পর এবার ক্রিকেট। কিংবদন্তী ফুটবল প্রশিক্ষক সৈয়দ আবদুল রহিমের চরিত্রে সম্প্রতি অভিনয় করেছেন তিনি। সমালোচক মহলে প্রশংসা পেয়েছে ‘ময়দান’ (Maidaan)। এবার দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর (Palwankar Baloo) চরিত্রে অভিনয় করতে চলেছেন অজয় দেবগন (Ajay Devgn)।
বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহর ‘আ কর্ণার অফ আ ফরেন ফিল্ড’ বইটি অবলম্বনে তৈরি হতে চলেছে বালুর বায়োপিক। দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে প্রথমে পুণেতে মাঠকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন বালু। ১৮৯৬ সালে হিন্দু জিমখানার হয়ে খেলেন। পরে ইংল্যান্ডেও খেলতে যান। কেরিয়ারের শুরুতে তাঁকে প্রবল শ্রেণী বৈষম্যের শিকার হতে হয়েছিল। সেই সংগ্রামের কাহিনিই ছবিতে তুলে ধরবেন পরিচালক তিগমাংশু ধুলিয়া (Tigmanshu Dhulia)।
আরও পড়ুন: এবার ‘ধন্যি মেয়ে’ দেবলীনা
খেলার মাঠে কোনওদিনই যোগ্য সম্মান পাননি বালু। মধ্যাহ্নভোজের সময় তাঁর পাত পড়ত আলাদা টেবিলে। তাঁকে খাবার, এমনকী চা পর্যন্ত দেওয়া হতো কাগজের পাত্রে কারণ তাঁর বাসন ছুঁতে রাজি হতেন না কেউ।