বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজ়ে পাওলি
RBN Web Desk: বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন পাওলি দাম। এই প্রথম কোনও ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন ‘ওমকারা’ খ্যাত পরিচালক। সেই সিরিজ়েই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পাওলিকে।
আগাথা ক্রিস্টির বিখ্যাত উপন্যাস ‘দ্য সিটাফোর্ড মিস্ট্রি’র গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন বিশাল ভরদ্বাজ। সিরিজ়ের নাম রাখা হয়েছে ‘চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি’। শুটিং শুরু হওয়ার খবর সংবাদমাধ্যমকে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: এখনই বাংলাদেশে নয় ‘পাঠান’
বিশালের ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ, নীনা গুপ্ত, রত্না পাঠক শাহ, ও গুলশন গ্রোভারের মতো অভিনেতারা। এই সিরিজ়ে এক বিশেষ চরিত্রে থাকছেন চন্দন রায় সান্যাল।
সোলাং ভ্যালিতে কিছু রহস্যজনক ঘটনার শিকড় খুঁজতে বেরোবে চার্লি চোপড়া। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় সিরিজ়টি শুট করা হবে।