এখনই বাংলাদেশে নয় ‘পাঠান’
RBN Web Desk: এখনই বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’। ২৪ ফেব্রুয়ারি ঢাকা সহ অন্যান্য শহরে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খান, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ছবিটির। তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।
বাংলাদেশ সরকার জানিয়েছে যে ২১ ফেব্রুয়ারি থেকে সে দেশে মাতৃভাষার মাস উদযাপন করা হচ্ছে। তাই কোনও বিদেশি ছবি এ মাসে বাংলাদেশে মুক্তি পাবে না।
আরও পড়ুন: সহজ-সরল সময়ের উপরেই ভরসা রাখছে সুহোত্র, দিতিপ্রিয়া
‘পাঠান’ মুক্তি নিয়ে এখনও তীব্র বিতর্ক চলছে বাংলাদেশে। প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে হলমালিকরা ‘পাঠান’ দেখাতে চাইলেও, সে দেশে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত একাংশ এর তীব্র বিরোধীতা করেছে। তাঁদের দাবি, ‘পাঠান’-এর মতো সিনেমার দাপটে আরও কোণঠাসা হয়ে পড়বে দেশীয় ছবির বাজার।
সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে মুক্তি পেতে পারে ‘পাঠান’।