‘দুখু’ হয়ে ফিরছেন সন্দীপ্তা সেন
RBN Web Desk: টেলিভিশনে ফের কাজ করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন । তাঁর প্রথম ধারাবাহিক ‘দুর্গা’র নামভূমিকায় অভিনয় করে দর্শক মহলে দারুণ প্রশংসা পেয়েছিলেন এই অভিনেত্রী।
এবারে সন্দীপ্তাকে দেখা যাবে ‘ঠাকুরমার ঝুলি’ ধারাবাহিকে ‘সুখু ও দুখু’ গল্পে। এই গল্পে দুখুর চরিত্রে অভিনয় করছেন তিনি।
সন্দীপ্তাকে এর আগে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘প্রতিদান’ ধারাবাহিকে। এছাড়াও তিনি সম্প্রতি ‘আস্তে লেডিজ়’ ওয়েব সিরিজ়ে অন্যতম মুখ্য চরিত্রে কাজ করেছেন।
সোমনাথের চোখে জল, মাথায় এল ‘ভিঞ্চিদা’র গল্প: রুদ্রনীল
ছোট পর্দায় ফেরা নিয়ে সন্দীপ্তা জানালেন, ‘ঠাকুরমার ঝুলি’র গল্পগুলো সবারই খুব প্রিয়। আর সবচেয়ে বড় কথা ধারাবাহিকটি ছোটদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। টেলিভিশনে ছোটদের জন্য কাজ প্রায় হয় না বললেই চলে। তাই এই ধারাবাহিকে কাজ করতে আরও বেশি ভালো লাগছে, বললেন এই অভিনেত্রী।